ভারতের প্রাক্তন পেসার ভেঙ্কটেশ প্রসাদ আবেদন করলেন ভারতের বোলিং কোচের পদে। যা এই মুহূর্তে রয়েছে ভারত অরুণের দখলে। প্রসঙ্গত, ২০১৭ সালে মুখ্য কোচের পদে আবেদন করেছিলেন প্রসাদ যেক্ষেত্রে পরবর্তী সময় নির্বাচিত হয়েছিলেন রবি শাস্ত্রী। এইমুহূর্তে বিসিসিআই এর জুনিয়র ক্রিকেটার নির্বাচক কমিটির চেয়ারম্যানের পদে আছে আছেন প্রসাদ। কিন্তু তিনি এইমুহূর্তে অত্যন্ত আগ্রহী ভারতের সিনিয়র দলের কোচের ভূমিকায় আসার জন্য।এর আগে ২০০৭ সালে ভারতের বোলিং কোচের দায়িত্ব ছিলেন প্রসাদ।যেসময় ধোনির নেতৃত্বে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলো ভারত।
প্রসাদের সিভি’তে উল্লেখ রয়েছে চেন্নাই সুপার কিংস,রয়্যাল চ্যালেন্জার্স ব্যাঙ্গালোর,কিংস ইলেভেন পান্জাবের মতো দলের বোলিং কোচ থাকার কথা। এছাড়াও বিসিসিআই এর “অল ইন্ডিয়া জুনিয়র সিলেকশন প্যানেল” এর সদস্য ছিলেন তিনি। নব্বইয়ের দশকে ভারতীয় ক্রিকেট দলের নিয়মিত সদস্য ছিলেন প্রসাদ।খেলেছেন ৩৩ টি টেস্ট ম্যাচ এবং ১৬২টি একদিবসীয় ম্যাচ। সেই সময় ভারতীয় দলের অন্যতম বোলিং সদস্য ছিলেন তিনি।
প্রসাদ আবেদন করলেও অনেকেই মনে করছেন আরও একবার এই দায়িত্বে বহাল থাকতে পারেন ভারত অরুণ।গত ১৮ থেকে ২০ মাস ভারতীয় দলের বোলিং এর প্রভূত উন্নতি হয়েছে অরুনের কোচিংয়ে। ফর্মে ফিরেছেন জসপ্রীত বুমরাহ অন্যদিকে ক্রমশ নিজেকে এক অন্যমাত্রায় নিয়ে গেছেন জসপ্রীত বুমরাহ। তাই পারফরম্যান্স দিক দিয়ে বিচার করলে নির্বাচকদের পক্ষে অত্যন্ত কঠিন কাজ হবে অরুণ কে তার পদ থেকে সরানো।
আগামী ১৩ ই আগষ্ট আবেদন পত্র নিয়ে বসতে চলেছেন বিসিসিআই।কোচ নির্বাচনের বিষয়ে পুরোপুরি সিদ্ধান্ত নেবেন ” ক্রিকেট এ্যডভিসাইরি কমিটি “। যার প্রধান দায়িত্বে আছেন কপিল দেব,এছাড়া রয়েছেন শান্তা রঙ্গস্বামী এবং অংশুমান গায়কোয়াড়।
যদিও ন্যাশনাল সেলেকশন প্যানেলের তরফে বিভিন্ন পদের আবেদনকারীদের ইন্টারভিউ নেওয়া হবে।এখন দেখার বিষয়ে বোলিং কোচের ভূমিকায় ভেঙ্কটেশ প্রসাদ কে দেখা যায় কিনা।
যদিও এইমুহূর্তে বর্তমান কোচিং স্টাফের চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে ৪৫ দিন।