ক্যানবেরার মানুকা ওভালে প্রথম টি২০ ম্যাচে প্রথম ইনিংসের শেষ ওভারে রবীন্দ্র জাদেজা হেলমেটে আঘাত পান, আর সেই কারণে কনকাশন সাবস্টিটিউট হিসেবে মাঠে নামেন লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। কিন্তু এই পরিবর্তকে নিয়ে অনেকেই অনেক রকম প্রশ্ন তুলেছেন। কারোর বক্তব্য, মিচের স্টার্কের বলে মাথায় আঘাত পাওয়ার পর প্রোটোকলের নিয়ম সত্ত্বেও জাদেজাকে দেখতে আসেননি কোনও ডাক্তার বা ফিজিও, সেক্ষেত্রে কিভাবে কনকাশন সাবস্টিটিউটের নিয়ম আসে?
এদিকে ব্যাটিংয়ের সময় পায়ের সমস্যায় ভুগছিলেন জাদেজা। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঝে কিছুক্ষণ ফিজিওর কাছে সুশ্রুষা পাচ্ছিলেন এই অলরাউন্ডার। আর সেই নিয়ে উঠেছে জল্পনা। অনেকের দাবি, হ্যামস্ট্রিংয়ের চোটকে লোকাতে কনকাশন সাবস্টিটিউটের অপব্যবহার করেছে টিম ইন্ডিয়া। যদি বাকি দুই টি২০ ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাদেজা, কিন্তু এই বিতর্ক অব্যাহত।
এবার এই পরিবর্তন নিয়ে প্রশ্ন তুললেন অস্ট্রেলিয়ার টি২০ দলের সদস্য মোসেস হেনরিকেস। অভিজ্ঞ এই অলরাউন্ডারের প্রশ্ন, অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার যোগ্য পরিবর্ত কি লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল? কনকাশন সাবস্টিটিউটের নিয়ম অনুযায়ী, একেবারে একই ধারার ক্রিকেটারদের মধ্যে পরিবর্তন করতে হবে। অর্থাৎ ওপেনারের পরিবর্তে ওপেনার, স্পিনার অলরাউন্ডারের জায়গায় পেসার অলরাউন্ডার আসতে পারবেন না, আসবেন স্পিনার অলরাউন্ডার কোনও ক্রিকেটার। আর এই নিয়মকে তুলে ধরেই প্রশ্ন করলেন মোসেস হেনরিকেস।
জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে এই নিয়ে মোজেস হেনরিকেস বলেন, “খেলোয়াড় হিসেবে আমাদের সব সময় এগিয়ে চলতে হবে। যখন একটি সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে তখন আপনাকে কেবল এগিয়ে যেতে হবে এবং সেই ম্যাচ জিততে হবে। যখন এই সিদ্ধান্ত নেওয়ার জন্য বিশেষজ্ঞরা রয়েছেন, এবং কোনও অনিশ্চয়তা নেই যে জাদেজা হেলমেটে আঘাত পেয়েছেন, তাই আমার দৃষ্টিভঙ্গিতে আমি সব সময় চাই যাতে সকলে নিজের সেরাটা দিক। কিন্তু এটি বলার পরেও, এটি কি একেবারে যোগ্য পরিবর্তন হয়েছে, এই নিয়েই আমাদের এগিয়ে চলতে হবে, এই প্রশ্নই আমাদের মধ্যে থাকবে।”
এরপর মোসেস হেনরিকেস এই নিয়ে আরও বলেন, “আমার দৃষ্টিভঙ্গিতে, রবীন্দ্র জাদেজার যোগ্য পরিবর্ত হিসেবে কোনও অলরাউন্ডার কিংবা কোনও দুর্দান্ত ফিল্ডারকে আনা যেত। কিন্তু এমন একজন এসেছেন যিনি পুরোপুরি একজন বোলার এবং ১১ নম্বরে ব্যাট করেন দলের হয়ে। এটাই আমার দৃষ্টিভঙ্গি। আমি দেখতে চাই যে এটি একেবারে সঠিক যোগ্য পরিবর্তন কিনা।”