ব্রিসবেন টেস্টের আগে জোর ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে, ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটার 1

এবার চোট ও আঘাতের জেরে বড় ধাক্কা পেল অস্ট্রেলিয়া। গত সীমিত ওভারের সিরিজ থেকেই একের পর এক খেলোয়াড় চোট পেয়ে যাচ্ছেন, আর তাঁর জেরে নতুন খেলোয়াড়দের এনে খেলাতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। এই অবস্থায় সিরিজের শেষ ও সব থেকে গুরুত্বপূর্ণ ব্রিসবেন টেস্টে নামার আগে বড় ধাক্কা পেল অস্ট্রেলিয়ার ক্রিকেট দল। চোটের জন্য চতুর্থ টেস্ট খেলতে পারবেন না এই তরুণ অসি ক্রিকেটার।

India vs Australia 3rd Test, Day 4 Highlights: India Lose Both Openers,  Trail By 309 Runs At Stumps | Cricket News

কাঁধের চোটের জন্য ব্রিসবেন টেস্ট থেকে ছিটকে গিয়েছেন উইল পুকোভস্কি। জানা গিয়েছে, বৃহস্পতিবার ফিটনেস টেস্টে পাশ করতে পারেননি এই তরুণ অসি ওপেনার। আর তাঁর ফলে চতুর্থ টেস্টে তাকে দলে রাখা হচ্ছে না, এমনটাই জানিয়েছেন অধিনায়ক টিম পেইন। সিডনিতে তৃতীয় টেস্টের পঞ্চম দিন ফিল্ডিং করতে গিয়ে কাঁধের হাড় সরে যায় পুকোভস্কির। আর তাঁর জেরে সেই দিন মাঠে আর ফিল্ডিং করেননি তিনি, পুকোভস্কির জায়গায় ফিল্ডিং করেন শন অ্যাবট।

AUS vs IND: Will Pucovski Suffers Shoulder Subluxation, Doubtful For  Brisbane Test | Cricket News

এদিকে সিডনি টেস্টে অভিষেক হওয়া পুকোভস্কির জায়গায় দলে আসছেন আর এক অসি ওপেনার মার্কাস হ্যারিস। দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেট খেলতে নামবেন হ্যারিস, শেষবার জাতীয় দলের হয়ে টেস্ট খেলেছিলেন ২০১৯ সালের অ্যাসেজ সিরিজে। আর এবার ব্রিসবেনে ডেভিড ওয়ার্নারের সাথে আবারও ওপেনিংয়ে নামবেন এই তারকা ক্রিকেটার। যদিও চলতি টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার স্কোয়াডে তিনি ছিলেন, চোটে আক্রান্ত উইল পুকোভস্কি ও ডেভিড ওয়ার্নারের জায়গায়। কিন্তু প্রথম তিন টেস্ট খেলতে পারেননি হ্যারিস।

Welcome To The Brotherhood, You Little b*****d': Who Is Marcus Harris?

যদিও মার্কাস হ্যারিস দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটে নামছেন, আর তাঁর উপর এমন একটি গুরুত্বপূর্ণ টেস্টে। ২০১৯ এর অ্যাসেজ সিরিজে ছয় ইনিংসে মাত্র ৫৮ রান করেছিলেন হ্যারিস। ফলে চিন্তার পারদ বাড়ছেই। যদিও এই নিয়ে সকলকে আশ্বস্ত করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন। তাঁর বক্তব্য, “মার্কাস হ্যারিস নিঃসন্দেহে একজন ভালো খেলোয়াড়। উনি বেশ কিছুদিন ধরে নিজেকে নিয়ে কাজ করেছেন, শেফিল্ড শিল্ড ক্রিকেটে বেশ বড় রান করেছেন এবং এই সুযোগ ওনার প্রাপ্য।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *