এই অভিনেত্রী'কেই নাকি মন দিয়েছেন জসপ্রীত বুমরাহ!তৈরী হলো জোর জল্পনা 1

সেই নব্বইয়ের দশক থেকে অতি পরিচিত এই দৃশ্য।এবং প্রতিবার এমন সম্পর্ক গুলোকে কেন্দ্র করে ক্রিকেট এবং বলিউড।দুই মহলে তৈরী হয় তীব্র গুন্জন।কিছু সম্পর্ক পায় পরিনতি, আবার কোনওটার নিঃষ্পত্তি ঘটে তীব্র বিতর্কের মধ্যে দিয়ে আবার কোনও টা পরিনতির পরেও ডেকে আনে বিপর্যয়।তবুও বরাবর এই ধরনের গুন্জন এক অদ্ভুত অস্থিরতা সৃষ্টি করেছে সাধারণ মানুষের মধ্যে।আর হবে নাই বা কেন ? নিজেদের পছন্দের ক্রিকেটার এবং অভিনয় ব‍্যক্তিত্বরা যদি সম্পর্কে জড়ান।

এই অভিনেত্রী'কেই নাকি মন দিয়েছেন জসপ্রীত বুমরাহ!তৈরী হলো জোর জল্পনা 2

সম্প্রতি ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহ’র নাম জড়ালো অভিনেত্রী অনুপমা পরমেশ্বরনের সাথে।দুইজন দুজনকে ফলো করে টুইটারে।শুধু তাই নয়, অনুপমার বেশ কিছু টুইটে লাইক ও করতে দেখা গেছে বুমরাহ কে।যদিও পরবর্তী সময়ে প্রশ্নের মুখে পড়লে গোটা বিষয়টি গুজব বলে জানান উড়িয়েছেন এই অভিনেত্রী।জানিয়েছেন, তারা দুজন দুজনের খুব ভালো বন্ধু।

এই অভিনেত্রী'কেই নাকি মন দিয়েছেন জসপ্রীত বুমরাহ!তৈরী হলো জোর জল্পনা 3

প্রসঙ্গত, দক্ষিনী ছবি মহলে ক্রমশ নিজের জায়গা পাকা করে ফেলেছেন অনুপমা।ইতিমধ্যে তার ভক্তের সংখ্যা ক্রমশ উদ্ধমুখী ।২০১৫ সালের প্রেমাম ছবির মধ্যে দিয়ে প্রবল খ‍্যাতি অর্জন করেন অভিনেত্রী।এরপর আর ফিরে দেখতে হয়নি তাকে।একের পর এক ছবিতে তার দুরন্ত অভিনয় নজর কেড়েছে সকলে।অন‍্যদিকে টুইটারে অনুপমা ছাড়া আর কোনও অভিনেত্রীকেই ফলো করেন না বুমরাহ।

এই অভিনেত্রী'কেই নাকি মন দিয়েছেন জসপ্রীত বুমরাহ!তৈরী হলো জোর জল্পনা 4

এবছর নিজের প্রথম বিশ্বকাপ খেলতে ইংল্যান্ডে রয়েছেন বুমরাহ।প্রথম বিশ্বকাপ হলে হবে কি, এবছর ভারতের পেস বোলিং লাইন আপের গুরু দায়িত্ব থাকতে চলেছে তার কাধেঁ।মুম্বাই ইন্ডিয়ান্সের নেট বোলার থেকে জাতীয় দলের গুরুত্বপূর্ণ ” ডেথ ওভার ” স্পেশালিস্ট হয়ে ওঠা ,এ যেনো এক রূপকথার গল্প।

গতবছর ভারতীয় দলের হয়ে একদিবসীয় ম‍্যাচে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড টি রয়েছে তার দখলে।১৩ টি ম‍্যাচ খেলে নিয়েছিলেন ২২ টি উইকেট।অন‍্যদিকে এখনও অবধি বিশ্বকাপে তার নেওয়া উইকেটের সংখ্যা ৫ ।

এই অভিনেত্রী'কেই নাকি মন দিয়েছেন জসপ্রীত বুমরাহ!তৈরী হলো জোর জল্পনা 5

এবারের বিশ্বকাপে শুরু থেকেই দারুন ছন্দে আছে ভারত।কাপ – অভিযান তারা শুরু করে সাউথ আফ্রিকাকে হারানোর মধ্যে দিয়ে।সেই ম‍্যাচে দ্রুত প্রোটিয়াস ওপেনারদের প‍্যাভিলিয়ানের পথ দেখিয়েছিলেন তিনি।নিয়েছিলেন ডি’কক এবং আমলার।এরপর অস্ট্রেলিয়া ম‍্যাচেও তার দখলে ছিলোতিন উইকেট।আসছে রোববার ম‍্যান্চেষ্টারে মুখোমুখি হতে চলেছে ভারত – পাকিস্তান।ম‍্যাচে সরফরাজদের কঠিন পরিস্থিতির মুখে ফেলবে বুমরাহ ‘র স্পেল এমনটাই মনে করা হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *