মঙ্গলবার , ২০১৯ এর বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত এবং নিউজিল্যান্ড।নয় ম্যাচ থেকে পনেরো পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকে বিশ্বকাপের নক আউট পর্বে গেছে বিরাটরা। ৯ ই জুলাই, ম্যান্চেষ্টারে উত্তেজনায় ভরপুর ম্যাচে মুখোমুখি কোহলি এবং উইলিয়ামসন।প্রসঙ্গত, লিগ পর্বে এই দুই দলের মধ্যে খেলা ভেস্তে গেছিলো।
ম্যান্চেষ্টারে বিরাটদের মুখোমুখি হতে চলা কিউয়িরা লিগের শেষ তিন ম্যাচে হারের মুখোমুখি হয়েছিল অথচ তারাই শেষ অবধি জায়গা করে নিলো সেমিফাইনালে ১১ পয়েন্ট নিয়ে।অন্যদিকে ভারতের কাছে হারের পর দুরন্ত কামব্যাক করে লিগের বাকী সব ম্যাচ জিতে এগারো পয়েন্ট পেয়েও সেমিফাইনালে পৌছাতে পারেনি পাকিস্তান নেট রান রেটের অঙ্কের কাছে আটকে গিয়ে।
মঙ্গলবার খেলতে নামার আগে এই দুই তারকা ক্রিকেটার কে খেলোনার পরামর্শ বিরাট কে দিলেন ” ক্রিকেট ইশ্বর ” শচীন তেন্ডুলকর।তারা হলেন রবীন্দ্র জাদেজা এবং মহম্মদ শামি।
এদিন জাদেজা কে নিয়ে একটি সাক্ষাৎকারে শচীন বলেন,জাদেজার মতোন একটি ক্রিকেটারকে ভারতীয় দলে প্রয়োজন।কারন ইতিমধ্যে আমরা দেখেছি দীনেশ কার্তিককে বিশ্বকাপে সাত নম্বর স্থানে ব্যাটিং করতে, এই একই জায়গায় যদি জাদেজা থাকে তাহলে দলের একটি অতিরিক্ত বোলিং অপশন বাড়বে।কারন তার স্পিন বোলিং সমস্যায় ফেলতেই পারে বিপক্ষের ব্যাটসম্যানদের।
শুধু তাই নয়, তিনি দলে ফের দেখতে চাইছেন মহম্মদ শামিকে।এখনও অবধি বিশ্বকাপের চার ম্যাচে খেলতে দেখা গেছে মহম্মদ শামিকে।এক্ষেত্রে তিনি নিয়েছেন ১৪ টি উইকেট।অনেকেই অবাক হয়েছিল লিগ পর্যায়ের শেষ ম্যাচে তাকে দলে দেখতে না পেয়ে।বিশ্বকাপের চার ম্যাচে তার পারফরম্যান্স দেখে মজেছেন শচীন।প্রশংসা করেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার বোলিং পারফরম্যান্স এর।ম্যাচে ১৬ রান দিয়ে চার উইকেট তুলে নিয়েছিলেন এই ভারতীয় বোলার।তাই নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে তাকেও দেখতে চাইছেন ” মাস্টার্স ব্লাস্টার্স ” ।
ইতিমধ্যে বিশ্বকাপের সেমিফাইনাল ঘিরে সাধারণ মানুষের উৎসাহ তুঙ্গে এরমধ্যে দেখা দিয়েছিল বর্ষার কাটা।তৈরী হয়েছিল ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা।যদিও শেষ পাওয়া আবহাওয়ার খবর অনুযায়ী ম্যাচে কোনও প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আর।অন্যদিকে ইতিমধ্যে ভারতের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা হয়ে উঠেছে উজ্জ্বল।এবছর শুরু থেকেই দারুণ ছন্দে আছে বিরাটরা।গত ৫ ই জুন সাউথ আফ্রিকাকে হারানোর মধ্যে দিয়ে।এরপর একের পর এক ম্যাচ ক্রমাগত জয়ের মধ্যে দিয়ে নয় ম্যাচ থেকে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকেই সেমিফাইনালে পৌছে গেছিলো বিরাটরা।একমাত্র হার ইংল্যান্ডের বিরুদ্ধে।