গত ৩০ শে জুন ভারতকে হারিয়ে ফের সেমিফাইনাল যাওয়ার লড়াইয়ে ফিরে এলো ইংল্যান্ড।ইতিমধ্যে জমে উঠেছে শেষ চারে যাওয়ার লড়াই।এরমাঝে প্রথম চারে স্থান পাকাপোক্ত করে ফেলেছে অস্ট্রেলিয়া।লড়াই এখন শুধু শেষ তিনের।সেক্ষেত্রে নিজের পছন্দের তিন দলের নাম জানালেন প্রাক্তন ইংল্যান্ড তারকা মাইকেল ভন।
আট ম্যাচে চোদ্দো পয়েন্ট নিয়ে ইতিমধ্যে সেমিফাইনালে পৌঁছে গেছে অস্ট্রেলিয়া।গতবারের চ্যাম্পিয়ানরা এবারও ক্রমশ ছয় নম্বর বিশ্বকাপ জেতার দিকে এগিয়ে নিয়ে গেছে নিজেদের। অন্যদিকে আরও দুই দল সেমিফাইনালে ঢুকে যেতেই পারে , কথা বলছি ভারত এবং নিউজিল্যান্ডের। দুই দলের বর্তমান পয়েন্ট সংখ্যা এগারো।আর একটি পয়েন্ট পেলেই তারা নিশ্চিত সেমিফাইনালে পৌঁছে যাবে। শুধু তাই নয়, আর কোনও পয়েন্ট না পেলেও তাদের শেষ চারে যাওয়ার একটি দারুন সম্ভাবনা রয়েছে।কারন তাদের রান রেট অন্যান্য সেমিফাইনালের দৌড়ে থাকা দলের তুলনায় অনেকটাই বেশি।
গত ম্যাচে ভারতের বিরুদ্ধে ৩১ রানে জয়ের মধ্যে দিয়ে ইতিমধ্যে সেমিফাইনালে যাওয়ার ক্ষেত্রে আরও একধাপ এগালো ইংল্যান্ড।আট ম্যাচ থেকে তাদের প্রাপ্য পয়েন্টের সংখ্যা দশ।পরিস্থিতি এখন এমনই যে লিগ পর্যায়ের শেষ ম্যাচে তাদের জিততেই হবে নিউজিল্যান্ডের বিপক্ষে।
একদিকে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের জয় যেমন তাদের সেমিফাইনালে যাওয়ার আশাকে জাগিয়ে তুলেছে ঠিক তেমনই সমস্যায় ফেলেছে বাংলাদেশ এবং পাকিস্তানের মতো দলগুলো কে , কারন এখন তাদের গ্রুপের বাকী ম্যাচ গুলোতে জিততেই হবে।শুধু তাই নয় , ইংল্যান্ড কেও তাদের শেষ ম্যাচ হারতে হবে না হলে এশিয়ার এই দলগুলোর পক্ষে পরবর্তী রাউন্ডে উৎরানোটা কঠিন হয়ে দাড়াবে।কারন ইংল্যান্ডের কাছে যাওয়ার উপায় খানিকটা বেশী।কারন ম্যাচ ভেস্তে গেলেও এক পয়েন্টে পেলেও শেষ চারে চলে যেতে পারে মর্গ্যানরা।
অন্যদিকে আট ম্যাচ খেলে পাকিস্তানের পয়েন্ট সংখ্যা নয় পয়েন্ট ।এদিকে সাত ম্যাচে সাত পয়েন্ট রয়েছে এখন বাংলাদেশের কাছে।যদিও দুই দলের রান রেট খুব একটা আহামরি কিছু একটা নয়।যদিও এবিষয়ে এই মুহূর্তে খানিকটা এগিয়ে বাংলাদেশ।
টুর্নামেন্টের এইরকম রোমাঞ্চকর একটি পরিস্থিতিতে উপস্থিত হওয়ার মুহুর্তে অস্ট্রেলিয়া ছাড়া আর বাকী চার সেমিফাইনালিস্টের নাম জানালেন ইংল্যান্ড তারকা মাইকেল ভন।তার পছন্দের আর বাকী তিন সেমিফাইনিস্ট হলো ভারত,নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড।
প্রসঙ্গত , প্রথম সেমিফাইনাল খেলা হতে চলেছে আগামী ৯ ই জুলাই ওল্ডট্রাফোর্ডে , অন্যদিকে ১১ জুলাই এজবাস্টনে হতে চলেছে আরও একটি সেমিফাইনাল।ভন মনে করেন অস্ট্রেলিয়া – নিউজিল্যান্ড এবং ভারত – ইংল্যান্ড মুখোমুখি হতে চলেছে এবারের সেমিফাইনালে।