ভারতের এই চার খেলোয়াড় যারা বিশ্বকাপে পাবেন না প্রথম একাদশে জায়গা

৭দিন পর শুরু হতে চলা বিশ্বকাপ ২০১৯ এর জন্য ভারতীয় ক্রিকেট দল মঙ্গলবার নিজেদের ১৫জন খেলোয়াড়কে নিয়ে ইংল্যাণ্ডে পৌঁছে গিয়েছে। ৫জুন ভারতের প্রথম ম্যাচ খেলতে দেখা যাব দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এই অবস্থায় ভারত নিজেদের প্রত্যেক অর্ডারে খেলানোর মত খেলোয়াড়দের চিহ্নিত করে ফেলে থাকবে। ওপেনিং ব্যাটসম্যান হিসেবে ভারতের কাছে সহঅধিনায়ক রোহিত শর্মা আর শিখর ধবন উপস্থিত রয়েছে। আমাদের এই বিশেষ প্রতিবেদনে আমরা সেই চারজন খেলোয়াড়ের নাম জানাতে চলেছি যারা পুরো বিশ্বকাপে দ্বাদশ ব্যক্তি হিসেবেই থেকে যেতে পারেন।

১. রবীন্দ্র জাদেজা

ভারতের এই চার খেলোয়াড় যারা বিশ্বকাপে পাবেন না প্রথম একাদশে জায়গা 1

ভারতীয় দলের খেলোয়াড় রবীন্দ্র জাদেজা বাঁহাতি অলরাউণ্ডার, তিনি বাঁ হাতেই ব্যাটিং এবং বোলিং করেন। তিনি অবশ্যই বিশ্বকাপ দলে জায়গা পেয়ে গিয়েছেন কিন্তু তার খেলা মুশকিল, কারণ দলে আগে থেকেই চায়নাম্যান কুলদীপ যাদব আর যজুবেন্দ্র চহেল উপস্থিত রয়েছেন। যদি অলরাউণ্ডারের কথাবলাহয়ে তো দলের কাছে জাদেজার চেয়ে ভাল প্রদর্শন করা হার্দিক পাণ্ডিয়া রয়েছে,এই কারণে এটা বলা ভুল হবে না যে এবার তিনি কোনো ম্যাচেই খেলার সুযোগ পাবেন না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *