এবারের আইপিএল এ সবথেকে বেশি নজর কেড়েছেন এই চার ক্রিকেটার 1

এই বছর অতিমারি সত্ত্বেও বিসিসিআই এর তৎপরতায় ধুমধামের সাথে আয়োজিত হয়েছে এবারের আইপিএল। গোটা ক্রিকেট বিশ্ব স্বাক্ষী থেকেছে দুর্ধর্ষ কিছু পারফর্মেন্স এবং ম্যাচের। একাধিক দেশী ও বিদেশী ক্রিকেটাররা চমকপ্রদ ক্রিকেট খেলেছেন এবারের আইপিএল এ। কিন্তু এদের মধ্যে এই চার ক্রিকেটার সবথেকে বেশি নজর কেড়েছেন এবং নিজেদের খেলার আরও অগ্রগতি করেছেন। এক নজরে দেখে নেওয়া যাক এবারের আইপিএল এর চার এমন ক্রিকেটার, যারা সবথেকে বেশি নজর কেড়েছেন ক্রিকেট বিশ্বের।

IPL 2020: Top 10 Highest-paid foreign players in IPL Moneyball

১. ঈশান কিষান

এবারের আইপিএল এ সবথেকে বেশি নজর কেড়েছেন এই চার ক্রিকেটার 2

একসময়ে ভারতের অনুর্ধ্ব ১৯ দলের অধিনায়ক ঈশান কিষান আজ ভারতীয় ক্রিকেটের প্রধান উইকেটকিপার ব্যাটসম্যান হওয়ার দৌড়ে রয়েছেন। আর এই রেসে এগিয়ে গিয়েছেন এবারের আইপিএল এ তার দুর্ধর্ষ পারফর্মেন্সের জেরে। মুম্বই ইন্ডিয়ান্সকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছেন ঝাড়খন্ডের এই কিপার ব্যাটসম্যান। এই বছর মুম্বইয়ের হয়ে সবথেকে বেশি, ৫১৬ রান করেছেন ঈশান কিষান। পাশাপাশি এবারের আইপিএল এ সবথেকে বেশি ছয় মেরেছেন ঈশান, মোট ৩০টি ছয় মেরেছেন তিনি।

২. দেবদত্ত পাডিক্কাল

এবারের আইপিএল এ সবথেকে বেশি নজর কেড়েছেন এই চার ক্রিকেটার 3

কর্নাটকের এই তরুণ ওপেনার নিজের প্রথম আইপিএল এ সকলের নজর কেড়ে নিয়েছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মত ফ্র্যাঞ্চাইজি, যেখানে বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্সের মত তারকা ব্যাটসম্যানরা রয়েছেন, সেখানে কার্যত দাপটের সাথে খেলে নিজের জায়গা পাকা করেছেন পাডিক্কাল। ২০ বছরের এই তরুণ ব্যাটসম্যান ১৫ ম্যাচে ৪৭৩ রান করেছেন, যেখানে পাঁচটি অর্ধশতরান রয়েছে তার নামে। অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চের সাথে ওপেন করলেও নিজের স্বাভাবিক আগ্রাসী খেলাই খেলে গিয়েছেন পাডিক্কাল। আর বাঁ হাতি এই ব্যাটসম্যানের দুর্দান্ত ব্যাট সুইং দেখে মোহিত সকলেই।

৩. সূর্যকুমার যাদব

এবারের আইপিএল এ সবথেকে বেশি নজর কেড়েছেন এই চার ক্রিকেটার 4

ভারতীয় ঘরোয়া ক্রিকেটে অভিজ্ঞতা সম্পন্ন এই ব্যাটসম্যান গত কয়েকটি আইপিএল এ দুর্দান্ত পারফর্মেন্স করে চলেছেন। কিন্তু এবারের আইপিএল এ যে ভঙ্গিমায় এবং সাবলীলতার সাথে ব্যাটিং করেছেন, তাতে অবাক হয়ে গিয়েছেন বিশেষজ্ঞরা। গত দুই বছর ৪০০ এর বেশি রান করলেও স্ট্রাইক রেট বেশ কম ছিল। কিন্তু এই বছর ৫০০ এর কাছাকাছি রান করলেও স্ট্রাইক রেট ছিল ১৫০ এর আশে পাশে, যা সত্যিই চোখে পড়ার মত। ঠান্ডা মাথায় এবং দুর্দান্ত শট খেলে মুম্বই ইন্ডিয়ান্সকে ম্যাচে ফিরিয়ে এনেছেন সূর্য। আর বর্তমানে সূর্যকে জাতীয় দলে প্রবেশের জন্য ইতিমধ্যে অনেকেই আওয়াজ তুলেছেন।

৪. মার্কাস স্টোইনিস

এবারের আইপিএল এ সবথেকে বেশি নজর কেড়েছেন এই চার ক্রিকেটার 5

এই বছর বিদেশীদের মধ্যে অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার অত্যন্ত দুর্দান্ত খেলেছেন। দিল্লি ক্যাপিটালসের হয়ে মার্কাস স্টোইনিস ব্যাট ও বল – দুই বিভাগেই সমান কার্যকারিতা দেখিয়েছেন। গত বছরের বিগ ব্যাশ লিগের সেরা ক্রিকেটার হয়ে এবারের আইপিএল এও সেই দুর্দান্ত ফর্ম বজায় রেখেছেন স্টোইনিস। ১৪৮ এর স্ট্রাইক রেট বজায় রেখে ৩৫২ রান করেছেন স্টোইনিস, এদিকে বল হাতে ১৩টি উইকেট নিয়েছেন তিনি।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *