আগামী ২৭ নভেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজের মাধ্যমে শুরু হবে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যেকার দুরন্ত ক্রিকেটীয় প্রতিযোগিতা। তবে আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের টি২০ সিরিজ। আগামী বছর টি২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই টি২০ সিরিজ। ইতিমধ্যে আইপিএল শেষ হওয়ায় দুই দেশের ক্রিকেটাররাই একে অপরের শক্তি ও দূর্বলতা জানেন। পাশাপাশি দুই দেশের একাধিক ক্রিকেটার বেশ ভালো ফর্মে রয়েছেন। এই অবস্থায়, আসন্ন টি২০ সিরিজে এই চার ক্রিকেটারের দিকে নজর থাকবে ক্রিকেট বিশ্বের।
১. টি নটরাজন
মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী চোট পাওয়ার জেরে শেষ মুহুর্তে জাতীয় দলে ডাক পান এই তরুণ পেসার। সদ্য সমাপ্ত আইপিএল এ অসাধারণ ফর্মে ছিলেন দক্ষিণী এই পেসার। এবারের আইপিএল এ সবথেকে বেশি ইয়র্কার, মোট ৬৪টি ইয়র্কার ডেলিভারি মেরেছেন সানরাইজার্স হায়দ্রাবাদের এই তরুণ বাঁ হাতি পেসার। ফলে জসপ্রীত বুমরাহ ও মহম্মদ শামির মত ইন ফর্ম বোলারদের পাশে দুরন্ত ভূমিকা নিতে পারেন নটরাজন।
২. গ্লেন ম্যাক্সওয়েল
সদ্য সমাপ্ত আইপিএল এ একেবারেই ভালো ফর্মে ছিলেন না অস্ট্রেলিয়ার এই তারকা অলরাউন্ডার। ১৩ ম্যাচে মাত্র ১০৮ রান করেছেন এই বছরের আইপিএল এ। কিন্তু আইপিএল এর গ্লেন ম্যাক্সওয়েল এবং আন্তর্জাতিক টি২০ এর ম্যাক্সওয়েল একেবারে আলাদা ফর্মে থাকেন। আইপিএল এ মাত্র একবারই ৩০০ রানের গন্ডি টপকেছেন তিনি, যেখানে অস্ট্রেলিয়ার হয়ে ২০১৯ সাল থেকে মাত্র ছয় ইনিংসে ৫৩ এর গড়ে ২৬৪ রান করেছেন ম্যাক্সওয়েল। ফলে এই সিরিজে ভারতের পক্ষে বড়সড় চিন্তার কারণ হতে পারেন তিনি।
৩. শ্রেয়স আইয়ার
ভারতীয় দলের ব্যাটিং অর্ডারে চার নম্বর পজিশনটি কার্যত নিজের করে নিয়েছেন শ্রেয়স আইয়ার। এবারের আইপিএল এ বেশ ভালো ফর্মে ছিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক। ৩৪ এর গড়ে ৫১৯ রান করেছেন আইয়ার। কিন্তু তার স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন থেকেই যায়, এবারের আইপিএল এ তিনি এত রান করেছেন স্রেফ ১২৩.২৭ স্ট্রাইক রেটে। ফাইনালে দুরন্ত খেললেও স্ট্রাইক রেট কোনওভাবেই বাড়াতে পারেননি আইয়ার। ফলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় রান করতে স্ট্রাইক রেটের দিকে নজর রাখতেই হবে আইয়ারকে।
৪. মার্কাস স্টোইনিস
এবারের আইপিএল এ দিল্লি ক্যাপিটালসের হয়ে অসাধারণ পারফর্ম করেছেন অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার। গত বছর বিগ ব্যাশের সেরা খেলোয়াড় হওয়ার পর থেকে দুর্দান্ত ফর্মে রয়েছেন স্টোইনিস। ব্যাট হাতে যেমন দুর্ধর্ষ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, বল হাতে প্রয়োজনীয় সময়ে উইকেট তুলে নিচ্ছেন। এই অবস্থায়, অস্ট্রেলিয়ার তারকাখচিত ব্যাটিং লাইন আপে কোন পজিশনে খেলবেন, সেদিকে নজর থাকবে সকলের। গত ইংল্যান্ড সফরে লোয়ার মিডল অর্ডারে ব্যাট করেছিলেন স্টোইনিস, স্রেফ শেষ ম্যাচে তিন নম্বরে ব্যাটিং করেছিলেন তিনি।