ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ অতি গুরুত্বপূর্ণ এই পাঁচ ভারতীয় ক্রিকেটারের 1
Getty Images

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করা হয়েছে আগেই। ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে যারা নজর কেড়েছেন দল গড়া হয়েছে মূলত তাঁদের নিয়েই। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের আগে নিজেদেরকে প্রমাণ করার সুযোগ পেয়েছেন একাধিক ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে যেমনি রয়েছেন একাধিক তরুণ ক্রিকেটার তেমনি অভিজ্ঞরাও পেয়েছেন প্রাধান্য। ক্যারিবিয়ানদের বিপক্ষে সাদা পোশাকের এই সিরিজ কাদের জন্য হতে যাচ্ছে টিম ইন্ডিয়ায় জায়গা পাকা করার মিশন।

চলুন দেখে নেওয়া যাক সেই সমস্ত ক্রিকেটারদের 

 

৫. লোকেশ রাহুল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ অতি গুরুত্বপূর্ণ এই পাঁচ ভারতীয় ক্রিকেটারের 2
Getty Images

আন্তর্জাতিক ক্রিকেটে লোকেশ রাহুলের একাধিক নজর কাড়া ইনিংস থাকলেও নিজেকে পুরোপুরি মেলে ধরতে পারেননি এখনও। অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ তে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ও পঞ্চম টেস্টে আরো একটি শতক হাঁকালেও তা দলে থাকার জন্য যথেষ্ট কতটুকু তা ভেবে দেখবেন নির্বাচকরাই।

রঙিন পোশাকে ওপেনিং করার ক্ষেত্রে শিখর ধবনের সাথে রোহিত শর্মা থাকলেও সাদা পোশাকে রোহিত তাঁর ঝলক দেখাতে ব্যর্থ হয়েছেন বরাবরই। তাছাড়া ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্ট সিরিজে দলের বাইরে রাখা হয়েছে ধবনকেও। তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা পোশাকে অভিষেক হতে যাওয়া ময়ঙ্ক আগরওয়ালের সাথে যদি কেমেস্ট্রি জমিয়ে তুলতে পারেন রাহুল তাহলে অজিদের বিপক্ষেও দলে থাকার প্রবল সম্ভাবনা থাকবে তা একপ্রকার নিশ্চিত।

৪. ময়ঙ্ক আগরওয়াল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ অতি গুরুত্বপূর্ণ এই পাঁচ ভারতীয় ক্রিকেটারের 3
Getty Images

‘এ’ দল কিংবা ঘরোয়া ক্রিকেটে বোলারদের তুলোধোনো করে রান পাহাড় তৈরি করার পুরস্কার স্বরূপ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দলে রাখা হয়েছে সাদা পোশাকে আন্তর্জাতিক অঙ্গনে এখনও পর্যন্ত কোনো ম্যাচ না খেলা আগরওয়ালকে। রঞ্জি ট্রফিতে এক সিজনে সহস্রাধিক রান ও বিজয় হাজারী ট্রফিতে ৭০০ রানের অধিক করা এই ব্যাটসম্যান ‘এ’ দলের হয়েও ইংল্যান্ডের বিপক্ষে করেছেন সেঞ্চুরি আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ‘এ’ দলের হয়ে করেছেন ডাবল সেঞ্চুরি। তাঁর এই অতিমানবীয় পারফরম্যান্সই সুযোগ হয়ে এসেছে জাতীয় দলের পোশাক গায়ে জড়ানোর। এখন শুধু নিজের মত করে পারফর্ম করলেই নিজের অবস্থান টিকিয়ে রাখতে পারবেন আগরওয়াল।

৩. অজিঙ্কা রাহানে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ অতি গুরুত্বপূর্ণ এই পাঁচ ভারতীয় ক্রিকেটারের 4
Getty Images

পাঁচদিনের ম্যাচে অভিজ্ঞ রাহানে টিম ইন্ডিয়ার নিয়মিত সদস্য হলেও সর্বশেষ ইংল্যান্ড সিরিজে ১০ ইনিংসে মাত্র ২৫.৭০ গড়ে ২৫৭ রান করেছেন এই ব্যাটসম্যান যা জাতীয় দলে তাঁর জায়গা নড়বড়ে করে দিয়েছে তা বলাই যায়। মিডল অর্ডার এই ব্যাটসম্যানকে তাই আবারো জ্বলে উঠতে হবে ক্যারিবিয়ানদের বিপক্ষে।

২. ঋষভ পন্থ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ অতি গুরুত্বপূর্ণ এই পাঁচ ভারতীয় ক্রিকেটারের 5
Getty Images

মহেন্দ্র সিং ধোনির উত্তরসূরি হিসেবে দীর্ঘদিন ধরে নির্বাচকরা খুঁজে যাচ্ছেন একজন উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে দীনেশ কার্তিক ও ঋদ্ধিমান সাহা দলের বাইরে থাকায় বড় সুযোগ হয়ে এসেছে ঋষভপন্থের জন্য। টিম ইন্ডিয়ার পক্ষে ৬-৭ নাম্বারে ব্যাটিং করার জন্য বাঁহাতি এই ব্যাটসম্যান হয়ে উঠতে পারেন তুরুপের তাস। অন্যদিকে ব্যাটসম্যানদের বোকা বানানোর জন্য স্পিন বলে স্ট্যাম্পিং করার দায়িত্বটাও শক্ত হাতেই সামাল দিতে পারেন এই উইকেটরক্ষক।

১. উমেশ যাদব

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ অতি গুরুত্বপূর্ণ এই পাঁচ ভারতীয় ক্রিকেটারের 6
Getty Images

জসপ্রীত বুমরাহর বিকল্প বোলার হিসেবে প্রথম পছন্দ হয়ে যে নামটি সবার আগে আসে সেটি হল উমেশ যাদব। বিশেষ করে লঙ্গার ভার্সনে দলের গুরুত্বপূর্ণ বোলার হিসেবেই থাকেন যাদব। সংক্ষিপ্ত ফরম্যাটে ভুবনেশ্বর কুমারের সাথে বুমরাহ জুটি বেধে পেস বল করলেও সাদা পোশাকের দলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলে রাখা হয়নি এই দুই বোলারকে। যার দরুন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে টিম ইন্ডিয়ার সাথে বিমানে চড়ে বসতে হলে এই সিরিজে নিজের গতির ঝড় তুলতে হবে যাদবকে।

Nazmus Sajid

Sports Fanatic!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *