খেলার দুনিয়ায় ক্রিকেট খেলাকে ভদ্রলোকের খেলা বলা হয়ে থাকে। ক্রিকেট প্রায় ১৪৩ বছরের পুরোনো খেলা। এই খেলা যেমন বেশকিছু ভালো স্মৃতিও রয়েছে তেমনি বেশকিছু খারাপ স্মৃতিও রয়েছে যা আলোচনার কেন্দ্র হয়েছিল। খেলার দুনিয়ায় এমনিতে তো বেশকিছু এমন খেলোয়াড় রয়েছেন যারা নিজেদের নেশার কারণে যথেষ্ট বেশি হাইপ পেতে সফল হয়েছেন।
ক্রিকেট খেলার এমন কিছু খেলোয়াড় থেকেছেন যারা নেশায় যুক্ত
ক্রিকেটের মতো ভদ্রলোকের খেলাতেও এমন কিছু খেলোয়াড় থেকেছেন, যাদের সর্বসমক্ষে নেশা করতে দেখা গিয়েছে। এমনটা নয় যে ক্রিকেট তারকারা নেশা থেকে দূরে থেকেছেন। তবে এমন অনেক ক্রিকেটারও থেকেছেন যারা নেশার থেকে নিজের পুরো কেরিয়ারে দূরত্ব তৈরি করে রেখেছেন। অন্যদিকে নেশার কারণেই বেশকিছু ক্রিকেটাররা ভুল কারণে শিরোনামে উঠে এসেছেন। যাদের মধ্যে এমন বেশকিছু খেলোয়াড় থেকেছেন যারা নেশার কারণে যথেষ্ট বেশি আলোচিত হয়েছিলেন। নেশার মধ্যে ধুমপান হোক বা মদ্যপান বেশ কিছু খেলোয়াড় তা নিজের সম্পূর্ণ জীবনে বজায় রেখেছেন। আজ আমরা ক্রিকেট ইতিহাসের সেই খেলোয়াড়দের ব্যাপারে ছবির মাধ্যমে জানাতে চলেছি যারা নিজেদের পুরো জীবনে ধুমপান আর মদ্যপানের কারণে আলোচিত হয়েছেন আর যাদের সর্বসমক্ষে নেশা করতে দেখা গিয়েছে।
ইয়ান বোথাম
ওয়াসিম আক্রাম
হার্সেল গিবস
ক্রিস গেইল
শেন ওয়ার্ন
বিল এনড্রিচ
ফিল টফনেল
নরম্যান গিফোর্ড
ডেনিস কম্পটন
ফ্রেড ট্রুম্যান
মাইক হেনড্রিক্স
চার্লস বরগজ
স্যার জন বেরি
ওয়াল্টার হ্যামন্ড
স্যার ভিভ রিচার্ডস
ডেভিড বুন
রবিন জ্যাকম্যান