সাক্ষী ধোনি-অনুষ্কার একটা পুরনো সম্পর্ক রয়েছে, যেটা ধোনি-কোহলি কেউই জানতেন না ! 1

বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা ও ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী ধোনি। যদি এদের মধ্যে মিল খোঁজা হয় তাহলে, আপনি এটাই বলবেন যে দুজনেই ক্রিকেটারের স্ত্রী। কিন্তু যদি এটাও বলে দেওয়া হয়। তাহলে আপনি আর কি বলবেন? যদি বলা হয় এই পরিচয় বাদে তাদের দুজনের একটা সম্পর্ক আছে — তাহলে আপনি মাথা চুলকাতে থাকবেন। কিন্তু এটাই সত্যি, দুজনে একে অপরকে চিনতেন ছোটবেলা থেকেই।

সাক্ষী ধোনি-অনুষ্কার একটা পুরনো সম্পর্ক রয়েছে, যেটা ধোনি-কোহলি কেউই জানতেন না ! 2

একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে,তাঁরা একই সঙ্গে বেড়ে উঠেছেন । পড়েছেন একই স্কুলে। সেন্ট মেরিজ স্কুল। অসমের ওই স্কুলেই কেটেছে দুজনের ছোটবেলা।

সাক্ষী ধোনি-অনুষ্কার একটা পুরনো সম্পর্ক রয়েছে, যেটা ধোনি-কোহলি কেউই জানতেন না ! 3

কিন্তু , একটা মজার বিষয় হচ্ছে এই যে, তাদের কারোরই মনে ছিল না সেই কথা। ২০১৩ সালে অনুষ্কা ও সাক্ষী দুজনে আড্ডা দিতে দিতে এই কথার প্রকাশ হয়। এ বিষয়ে অনুষ্কা বলেছিলেন, “সাক্ষী ও আমি দুজনেই অসমের ছোট্ট টাউনে থাকতাম। সাক্ষী যখন আমায় বললো ও ওখানে থাকত, আমি বলে ফেলি আমিও তো ওখানে থাকতাম।”

আর সেই সঙ্গে এটাও পরিষ্কার হলো যে তাঁরা কেবল এক শহরে থাকতো তা নয়। সেইসঙ্গে একই সময়ে একই স্কুলে পড়তেন তাঁরা। এর পর অনুষ্কা একটি ছবি খুঁজে পান। যেখানে ছোট্ট সাক্ষী ও তিনি দুজনেই রয়েছেন। সাক্ষীর পরনে পরির পোশাক। আর অনুষ্কা পরে রয়েছেন ঘাঘরা। এছাড়াও অন্য ছবিও পাওয়া গিয়েছে গ্রূপ ছবি। সেখানে দুজনকে চেনা কষ্টকর। এই সব পুরনো ছবি অনুষ্কার ফ্যান ক্লাবের পক্ষথেকে শেয়ারও করা হয়েছে টুইটারে।

সাক্ষী ধোনি-অনুষ্কার একটা পুরনো সম্পর্ক রয়েছে, যেটা ধোনি-কোহলি কেউই জানতেন না ! 4

একটা কথা পরিষ্কার এই যে ছোট্ট এই জীবনে অনেক জিনিষ ফিরে আসে। তারমধ্যে একটি হলো পুরনো বন্ধু ফিরে পাওয়া।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *