গত রোববার পাকিস্তানের কাছে হারের পর এবারের বিশ্বকাপে সেমিফাইনাল যাওয়ার যাবতীয় আশা শেষ হয়ে গেছে সাউথ আফ্রিকার।দুই ম্যাচ বাকী থাকতেই কার্যত স্বপ্ন ভঙ্গ হলো ডু – প্লেসিসদের। এবারের বিশ্বকাপে একেবারেই চেনা ছন্দে পাওয়া যায়নি প্রোটিয়াসদের।টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর থেকেই এই মুহূর্তে পোস্ট মর্টেম শুরু হয়েছে দলের পারফরম্যান্স নিয়ে।
দলের এমন ভরাডুবির পর এবিষয়ে অবশেষে নিরাবতা ভাঙলেন তারকা সাউথ আফ্রিকার ক্রিকেটার কাগিসো রাবাদা। এবছর এখনো অবধি বিশ্বকাপ জার্নি নিয়ে তার কাজে জানতে চাওয়া হলে তিনি বলেন কোনও ম্যাচে দুর্ভাগ্যর শিকার হয়েছে দল, আবার কোনও টায় নিজেরাই নিজেদের হারের কারন হয়ে দাড়িয়েছে।কিন্তু এসবের মাঝে সবচেয়ে ইতিবাচক দিক হলো অনেক কিছু শিখেছেন তারা,আর এই শেখার জন্যই এই খেলা বলেই মনে করেন তিনি।
চড়াই – উৎরাই এই সবটুকু খেলার একটি অংশ,কারন রাবাদা মনে করেন যতোই নিজেদের সাফল্যের শীর্ষে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় ,তখন বিষয়টি খুব মসৃণ হয়না, বরং সেই পথ খানিকটা কন্টকময়।প্রসঙ্গত, শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের পর দেশে ফিরে যাবে রাবাদারা।
এদিন সাক্ষাৎকারে বিশ্বকাপ পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে চাওয়া হলে রাবাদা জানিয়েছেন , এখন তাদের লক্ষ্য ইতিবাচক মানসিকতা বজায় রেখে ফের বাউন্স ব্যাক করা।নিজেদের ভুল গুলো ঠিক কোথায় তা দেখে তা মেরামত করা।
এবারে প্রাক বিশ্বকাপে তাকে নিয়ে আলোচনা চলেছিল সর্বত্র।মনে করা হচ্ছিলো এবছর বিশ্বকাপে সকলকে চাপে ফেলতে চলেছেন তারা।কিন্তু এমনটা হয়নি, বরং রাবাদার বোলিং পারফরম্যান্স হতাশ করেছিলো সকলকে।এদিন এবিষয়ে তার কাছে জানতে চাওয়া হলে নিজের আইপিএল পারফরম্যান্স এর কথা তোলেন তিনি।একদিকে যখন তার বিশ্বকাপে পারফরম্যান্স নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে সর্বত্র, ঠিক তখন নিজেদের পারফরম্যান্স ভালো না বললেও খারাপ ও মনে করেন না এই পেসার।এখনও অবধি এবারের বিশ্বকাপ থেকে রাবাদার সংগ্রহ মাত্র ছয়টি উইকেট।যদিও নিজের সেরাটা দিতে মরিয়া তিনি টুর্নামেন্টের বাকী দুই ম্যাচে।