আর কয়েকদিনের অপেক্ষা তারপর ইংল্যান্ড এবং ওয়েলসের মাঠে শুরু হবে এবারের ক্রিকেট বিশ্বকাপ।দশ দেশের বিশ্বসেরা হওয়ার দৌড়ে এবছর অন্যতম দাবিদার ইংল্যান্ড। প্রথমত ঘরের মাঠে বিশ্বকাপ, আবার সাম্প্রতিক সময়ে ওয়ানডে ক্রিকেটে ইংল্যান্ডের ধারাবাহিক সাফলতা এবার তাদের কাপ জয়ের সম্ভাবনা কে করে তুলেছে দৃঢ়। প্রসঙ্গত, এইমুহূর্তে ওয়ানডে দলের ক্রমতালিকায় এক নম্বর স্থানে রয়েছে মর্গ্যানরা।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে ইংল্যান্ডের দলের তারকা জস বাটলার জানিয়েছেন এবছর তাদের দলের অন্যতম ” গেম-চেন্জার” হতে চলেছেন অলরাউন্ডার বেন স্টোকস। শুধু তাই নয় জাতীয় দলের এই সতীর্থ ক্রিকেটারকে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার মনে করেন তিনি। স্টোকসের দলে থাকা ইংল্যান্ড দলকে, দারুন ভারসাম্য এনে দিয়েছে, ব্যাটিং হোক অথবা ম্যাচের কঠিন মুহূর্তে উইকেট নেওয়া, সবেতেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই ইংলিশ অলরাউন্ডার ,আগামী বিশ্বকাপেও যে এমনটাই হতে চলেছে তা মনে করেন তিনি।
“বেন ইংল্যান্ডের দলে চাবি কাঠি ।দলে ওর উপস্থিতি এক অসাধারন ব্যালেন্স এনেছে, ব্যাটিং এবং বোলিং দুটোতেই সমান পারদর্শী ও।দলে ওর প্রভাব অপরিসীম।এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার ও, এবারের বিশ্বকাপে ওর থেকে কিছু দারুন পারফরম্যান্স দেখার জন্য মুখিয়ে আছি আমি “। এমনটাই জানিয়েছেন বাটলার।
খুব সম্প্রতি ঘরের মাঠে ওয়ানডে সিরিজে পাকিস্তানকে পর্যদুস্ত করেছিলো ইংল্যান্ড।পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের মর্গ্যানদের স্কোর লাইন ৪-০। একটি ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যায়। গোটা সিরিজে স্টোকসের রান সংখ্যা ১২৯। যদিও উইকেট পাননি একটিও। নটিংহ্যামে সিরিজের শেষ ম্যাচে দলের জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ব্যাট হাতে, মূলত তার অপরাজিত ৭১ রানের ইনিংস ম্যাচে জয় এনে দেয় ইংল্যান্ড কে। ইংল্যান্ডের হয়ে এখনও অবধি ৮৪ টি ওয়ানডে ম্যাচে খেলতে দেখা গেছে স্টোকসে। তাতে ২০০০ এর বেশি রান করার পাশাপাশি নিয়েছেন ৬৩ টি উইকেট।
শুধু তাই নয়, এদিনের সাক্ষাৎকারে বাটলারের মুখ প্রশংসা শোনা গেল স্টিভ স্মিথ এবং বিরাট কোহলির।এবার আইপিএলে স্মিথের সাথে একই দলে খেলেছিলেন এই ইংলিশ উইকেট কিপার।জানিয়েছেন, স্মিথের সাথে ড্রেসিং রুম শেয়ার করায় অনেক কিছু শিখেছেন তিনি।জানিয়েছেন, “বিরাট এবং স্মিথ দুজনেই অসাধারন ব্যাটসম্যান।এবছর আইপিএলে এক ই দলে খেলার সূত্রে আমি স্মিথকে দেখেছি অনেক কাছ থেকে।ওর প্রাকটিস এবং খেলার প্রতি ভালোবাসা দেখে অনেককিছু শেখার আছে। অন্যদিকে গত ১২ মাস ধরে এক দুরন্ত ফর্মের মধ্যে রয়েছে বিরাট। দুজনে দারুন ক্রিকেটার।দুজনের খেলার ধরন আলাদা, কিন্তু দুজনেই খুব ইম্প্রেসিভ “।