ইংল্যান্ডের মাটিতে অভিষেক ম্যাচে যে ৫জন ভারতীয় ক্রিকেটার পেয়েছেন সাফল্য 1

বুধবার ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষের তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়েছে সফরকারী ভারত। এই ম্যাচে অভিষেক হয়েছে ভারতের তরুণ বোলার কুলদীপ যাদবের। ইংল্যান্ডের মাটিতে অভিষেক ম্যাচেই করেছেন ম্যাচ সেরা পারফরমেন্স। অধিনায়ক বিরাট কোহলি টস জিতে স্বাগতিকদের ব্যাট করার আমন্ত্রণ জানান। জবাবে কুলদীপ যাদবের বোলিং নৈপুণ্যে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৫৮ রান সংগ্রহ করে ইংল্যান্ড। তারপর লোকেশ রাহুলের সেঞ্চুরির উপর ভর করে ৮ উইকেটে জয় পায় ভারত।

আসুন এবার জেনে নেই এমন ৫ ভারতীয় ক্রিকেটারের সম্বন্ধে যারা অভিষেক ম্যাচে ইংল্যান্ডের মাটিতে ভালো পারফরমেন্স করতে পেরেছিলেন।

১) সৌরভ গাঙ্গুলীঃ

ইংল্যান্ডের মাটিতে অভিষেক ম্যাচে যে ৫জন ভারতীয় ক্রিকেটার পেয়েছেন সাফল্য 2

কলকাতার এই রাজপুত্র ক্রিকেট ক্যারিয়ার শুরু করেন ১৯৯৬ সালে। ক্রিকেটের মক্কা বলা ইংল্যান্ডের লর্ডস গ্রাউন্ড কে। সেই মাঠেই অভিষেক হয়েছিল ভারতের বাঁহাতি এই লিজেন্ডারি ব্যাটসম্যানের। ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামা এই ম্যাচে প্রথমে ব্যাট করার সুযোগ পায় ভারত, তারপর দলীয় এক উইকেট পতনের পর ব্যাট হাতে নামেন সৌরভ গাঙ্গুলী। এই ম্যাচ শুরুর আগেই তিনি সংবাদ সম্মেলনে কথা দিয়েছিলেন ভাল কিছু করবেন। তারপর ইংলিশ বোলারদের পিটিয়ে নিজের অভিষেক ম্যাচেই করে ফেলেন এক সেঞ্চুরি। তার এই ইনিংসটি ছিল দারুণ ও মুগ্ধ হয়ে দেখার মত, বাঁহাত দিয়ে চার ও ছয় মেরে দর্শকদের উপহার দিয়েছিলেন এক অসাধারণ ইনিংস।

২) রাহুল দ্রাবিড়ঃ

ইংল্যান্ডের মাটিতে অভিষেক ম্যাচে যে ৫জন ভারতীয় ক্রিকেটার পেয়েছেন সাফল্য 3

ঊনবিংশ শতাব্দীর ১৯৯০-২০০০ সাল পর্যন্ত সময়টা ছিল ভারতের ক্রিকেট ইতিহাসের স্বর্ণযুগ। কেননা এই সময়ে তারা দলে পেয়েছিল একের পর এক লিজেন্ডকে এবং তাদের মধ্যেই একজন এই রাহুল দ্রাবিড়। তার অভিষেকও হয়েছিল সৌরভ গাঙ্গুলীর সাথেই। এই দুইজন ভারতের হয়ে এক সাথেই টেস্ট ক্রিকেটে পা রাখেন। ঐ ম্যাচে তিনি চতুর্থ উইকেটে ব্যাট করতে নামেন, ডানহাতি এই ব্যাটসম্যান সৌরভ গাঙ্গুলীর সাথে ভাল জুটি গড়ে এক ঝলমলে ইনিংস উপহার দেন ক্রিকেট প্রেমীদের। সৌরভ গাঙ্গুলীর মত তিনিও এই ম্যাচে সেঞ্চুরি করে নিজের অভিষেক ম্যাচকে স্বরণীয় করে রাখেন।

৩) শিখর ধবনঃ

ইংল্যান্ডের মাটিতে অভিষেক ম্যাচে যে ৫জন ভারতীয় ক্রিকেটার পেয়েছেন সাফল্য 4

তাকে সবাই “গাব্বর সিং” নামেই চিনে জানে। ভারতের জাতীয় দলের এই ওপেনারের অভিষেক হয় ইংল্যান্ডের মাটিতে। ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে তার অভিষেক ঘটে। গ্রুপ পর্বের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলে জায়গা পেয়েই করে ফেলেন এক দর্শনীয় সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন, মর্নে মরকেল ও ইমরান তাহিরদের মত বোলারদের পিটিয়ে ৯৩ বল খেলে ১১৪ রান করেন ধবন। তার এই ইনিংসে ছিল ১২ টি চার ও একটি ছয়ের মার। অভিষেক ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ পুরষ্কারটি নিজের নামেই করে নেন গাব্বর।

৪) মুরলী বিজয়ঃ

ইংল্যান্ডের মাটিতে অভিষেক ম্যাচে যে ৫জন ভারতীয় ক্রিকেটার পেয়েছেন সাফল্য 5

ভারতের বর্তমান ক্রিকেট দলের অন্যতম স্টাইলিশ ও প্রতিভাবান ব্যাটসম্যান মুরলী বিজয়। ইংল্যান্ডের বিপক্ষে ন্যটিংহামে তার অভিষেক হয়। নিজের অভিষেক ম্যাচেই ২৫ টি চার ও একটি ছয়ের সাহায্যে করেন ১৪৬ রান। তার এই ইনিংসে ভর করে ম্যাচে ভারত ৪৫৭ রান সংগ্রহ করে। যদিও তিনি সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে দলে নিয়মিত না তবে টেস্ট ক্রিকেটে তিনি সবার আগেই দলে জায়গা পান। আসন্ন ভারত ও ইংল্যান্ড মধ্যকার ৫টি টেস্ট ম্যাচ খেলতে তিনি কিছুদিন পর দলের সাথে যোগ দিবেন।

৫) কুলদীপ যাদবঃ

ইংল্যান্ডের মাটিতে অভিষেক ম্যাচে যে ৫জন ভারতীয় ক্রিকেটার পেয়েছেন সাফল্য 6

চায়নাম্যান খ্যাত এই তরুণ বোলারের ইংল্যান্ডের মাটিতে অভিষেক হয়েছে গতকাল। নিজের অভিষেক ম্যাচেই করেছেন বিশ্বরেকর্ড। তিনি একমাত্র বাঁহাতি স্পিন বোলার যিনি ইংল্যান্ডের মাটিতে প্রথম ৫ উইকেট শিকার করেছেন। নিজের প্রথম ওভারেই তুলে নেন এলেক্স হেলসকে, দ্বিতীয় ওভারে তুলে নেন মরগান, বেয়ারস্টো ও জো রুটের গুরুত্বপূর্ণ উইকেটগুলো এবং নিজের চতুর্থ ও শেষ ওভারে তুলে নেন বাটলার কে। সব মিলিয়ে চার ওভার বল করে রান খরচ করেছেন ২৪ এবং উইকেট শিকার করেছেন ৫ টি। সাথে জিতে নিয়েছেন ম্যাচ সেরা পুরষ্কারও।

Nazmus Sajid

Sports Fanatic!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *