অবসর নিতে চলেছেন এই তারকা ক্রিকেটার 1

আফগানিস্তান – বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজের পর অবস‍র নিতে চলেছেন জিম্বাবোয়ে অধিনায়ক হামিল্টন মাসকাদজা। তার পক্ষে এমন সিদ্ধান্ত নেওয়াটা ছিলো অত্যন্ত কঠিন একটি সিদ্ধান্ত।কিন্তু তার দেশের ক্রিকেট বোর্ডকে নিষিদ্ধ করা হলে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হন তিনি। ডান- হাতি এই ব‍্যাটসম‍্যান, এটাকেই সঠিক সময় মনে করেন দেশের পরবর্তী প্রজন্মকে সুযোগ করে দেওয়ার জন্য।তবে খেলা ছাড়লেও ক্রিকেটের সাথে নিজেকে জড়িয়ে রাখতে চান ।ক্রিকেট জীবনে তার সেরা দুই মুহূর্তের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক ম‍্যাচে শতরান এবং বাংলাদেশের মাঠে সিরিজ জয় তার ক্রিকেট কেরিয়ারের অন‍্যতম সেরা দুই মুহূর্ত।

অবসর নিতে চলেছেন এই তারকা ক্রিকেটার 2

জিম্বাবোয়ের হয়ে ৩৮টি টেস্ট ম‍্যাচ খেলেছেন মাসকাদজা।সেখানে ৩০.০৩ গড়ে তিনি করেছেন ২২২২ রান।এক্ষেত্রে তার আছে চারটি শতরান এবং আটটি অর্ধশতরানের ইনিংস।সর্বোচ্চ ১৫৮ রান। অন‍্যদিকে একদিবসীয় ক্রিকেটে তিনি দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন ২০৯ টি ম‍্যাচে ।এক্ষেত্রে ২৭.৭৪ গড়ে তিনি করেছেন ৫৬৫৮ রান।তার আছে ৫ টা শতরান এবং ৩০ টা অর্ধশতরানের ইনিংস।সর্বোচ্চ ১৭৮ ।

অন‍্যদিকে ৬১ টি টোয়েন্টি ম‍্যাচে ২৪.৮৬ গড়ে তিনি করেছেন ১৪৬৭ রান।আছে নয়টি অর্ধ শতরান এবং ৯৩ সর্বোচ্চ রান। টেস্ট ক্রিকেটে তার অভিষেক হয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।অভিষেকে করেছিলেন ১১৯ রান।২০০১ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে একদিবসীয় ক্রিকেটে অভিষেক হয় তার।করেছিলেন মাত্র ১১ রান।ম‍্যাচটি ১৩৫ রানের।

অবসর নিতে চলেছেন এই তারকা ক্রিকেটার 3

আগামী ১৩ ই সেপটেম্বর থেকে ২৪ শে সেপটেম্বর জুড়ে চলবে জিম্বাবোয়ে, বাংলাদেশ, আফগানিস্তানের মধ্যে ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *