ভারতীয় ক্রিকেটে শোকের ছায়া, প্রয়াত হলেন এই বর্ষীয়ান ক্রিকেটার 1

প্রয়াত হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মাধব আপ্তে। ২৩ শে সেপটেম্বর, সোমবার মুম্বাইয়ের ব্রিচ ক‍্যান্ডি হাসপাতালে পরলোক গমন করেন তিনি, তার মৃত্যু কালীন বয়স হয়েছিলো ৮৬। আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি একটা না খেললেও ঘরোয়া ক্রিকেটে পরিচিত মুখ ছিলেন তিনি। ভারতের হয়ে সাতটি টেস্ট ম‍্যাচ খেলেছেন তিনি।১৯৫২ সালে তিনি খেলেছিলেন পাকিস্তানের বিপক্ষে। পরবর্তী সময়ে তাকে খেলতে দেখা যায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স এর সুবাদে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পান এই ভারতীয় ক্রিকেটার। এরপর পাকিস্তানের বিপক্ষে ভালো ফলাফল বজায় রাখার দরুন ফের তিনি সুযোগ পান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

ভারতীয় ক্রিকেটে শোকের ছায়া, প্রয়াত হলেন এই বর্ষীয়ান ক্রিকেটার 2
BCCI

পাকিস্তানের বিপক্ষে তিন ইনিংসে তার স্কোর ছিলো যথাক্রমে ৩০,১০* এবং ৪২ ।তার এমন পারফরম্যান্স তাকে সুযোগ করে দেয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলে।ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম‍্যাচের টেস্ট সিরিজে আপ্তের স্কোর ছিলো যথাক্রমে ৬৪,৫২,৬৪,৯,০,১৬৩*, ৩০,৩০,১৫ এবং ৩৩ ।তার ব‍্যাটিং পারফরম্যান্স সকলকে মোহিত করলেও এরপর হঠাৎ করে দল থেকে ছেটে ফেলা হয় তাকে, এরপর আর কখনো খেলতে দেখা যায়নি তাকে জাতীয় দলে।দেশের হয়ে তার রান সংখ্যা ৫২৪, সর্বোচ্চ ১৬৩*।

এরপর বোম্বের হয়ে নিয়মিত ঘরোয়া ক্রিকেটে খেলতে দেখা যায় আপ্তেকে।খেলেছেন ৬৭ টা প্রথম শ্রেণীর ম‍্যাচ, এক্ষেত্রে তাঁর রান সংখ্যা ৩৩৩৬, সর্বোচ্চ ১৬৫*, বেশ কিছু সময় অধিনায়ক ছিলেন বোম্বে ক্রিকেট দলের।

ভারতীয় ক্রিকেটে শোকের ছায়া, প্রয়াত হলেন এই বর্ষীয়ান ক্রিকেটার 3

এই ৬৭ ম‍্যাচের মধ্যে ৪৬ টি ম‍্যাচে তাকে খেলতে দেখা গেছে বোম্বের হয়ে, অন‍্যদিকে ৩ টি ম‍্যাচ তিনি খেলেছেন বেঙ্গলের হয়ে।রন্জী একাধিক অসাধারণ ইনিংস আছে এই ক্রিকেটারের। ষাট বছর বয়সেও ঘরোয়া ক্রিকেটে প্রতিনিধিত্ব করতে দেখা গেছে এই ক্রিকেটারকে। স্কুল থেকেই দারুণ ক্রিকেট খেলা শুরু করলেও পরবর্তী সময়ে তিনি নজরে পড়েন বিনু মানকড়ের।যিনি আপ্তে কে পরবর্তী সময়ে ওপেনার হিসেবে গড়ে তোলেন‌। মুম্বাইয়ের ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট ছিলেন তিনি।দায়িত্বে থাকাকালীন একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন তিনি ক্লাবের উন্নতির স্বার্থে।

ওঁর গোটা পরিবার ক্রিকেটের সাথে যুক্ত। ভাই অরবিন্দ টেস্ট খেলেছেন ভারতের হয়ে, অন‍্যদিকে তার পুত্র ভামান স্কোয়াশ খেলেছেন ভারতের হয়ে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *