ভারতীয় দলে সম্প্রতিই সংযুক্ত আরব আমিরাতে খেলা হওয়া এশিয়া কাপে দুর্দান্ত জয় হাসিল করেছে। ভারতীয় দল এশিয়া কাপে খেতাব তো নিজের নামে করে নিয়েছে কিন্তু আফগানিস্থানের বিরুদ্ধে ম্যাচে তাকে টাই নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।

আফগানিস্থানের বিরুদ্ধে ভারত নিজেদের প্রধান খেলোয়াড়দের দিয়েছিল বিশ্রাম
আফগানিস্থানের দল এশিয়ার উদীয়মান দল,কিন্তু তারা যেভাবে ভারতের মত মজবুত দলকে টাইয়েই আটকে দেয় তা ভারতের জন্য এক প্রকার মানসিক হারের সমান।

আফগানিস্থানের বিরুদ্ধে খেলা হওয়া ম্যাচে ভারতীয় টিম ম্যানেজমেন্ট সম্ভবত বেশি দোষী কারণ তারা এই ম্যাচে নিজেদের ৫ প্রধান খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে বেঞ্চে থাকা খেলোয়াড়দের সুযোগ দিয়েছিল।
আফগানিস্থানের বিরুদ্ধে ধোনিকে অধিনায়কত্ব দেওয়ায় নির্বাচকরা খুশি হন নি
ভারতীয় দল সুপার ৪ এ আফগানিস্থানের সঙ্গে হওয়া ম্যাচের আগেই ফাইনালে নিজের জায়গা করে ফেলেছিল। এই অবস্থায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট কেএল রাহুল, মনীষ পান্ডে, খলিল আহমেদ, দীপক চহের আর শার্দূল ঠাকুরকে সুযোগ দেয়।

অন্যদিকে স্ট্যান্ডবাই অধিনায়ক রোহিত শর্মা আর সহঅধিনায়ক শিখর ধবনকে বিশ্রাম দেওয়া হয় আর মহেন্দ্র সিং ধোনিকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু একটি রিপোর্টের কথা ধরা হলে ধোনিকে অধিনায়কত্ব দেওয়ার সিদ্ধান্তে খুশি হননি নির্বাচকরা।
শিখর ধবন-রহিত ছিলেন বাইরে আর ধোনিকে করা হয়েছিল অধিনায়কত্বের জন্য বাধ্য
এশিয়া কাপে জেতার এতদিন পর হঠাৎ করে এই কথা নিয়ে বিসিসিআইয়ের একটু সূত্র ইন্ধন জুগিয়েছেন। বিসিসিআইয়ের সূত্রের কথা ধরা হলে তারা মহেন্দ্র সিং ধোনিকে আবারও অধিনায়কত্বের ট্র্যাকে আনায় নির্বাচকরা খুশি হননি।

বিসিসিআইয়ের সূত্রের কাছ থেকে পাওয়া তথ্যে বলা হয়েছে যে,
“ নির্বাচকরা খুশি নন যে ম্যাচে থোক পরিবর্তন চলছিল, আর দুই স্ট্যান্ডইন্ড অধিনায়ক রোহিত শর্মা আর সহঅধিনায়ক শিখর ধবনকে বসিয়ে আর মহেন্দ্র সিং ধোনিকে অধিনায়ক হতে বাধ্য করে”।