CWC 19—রোহিত শর্মাকে নিয়ে সত্যি প্রমানিত হল এই বলিউড অভিনেতার ভবিষ্যতবাণী, কোহলিকে করলেন তিরস্কার

ইংল্যান্ড আর ওয়েলস ক্রিকেট বোর্ডের আতিথেয়তায় চলতি আইসিসি বিশ্বকাপ ২০১৯এ বুধবার এই বিশ্বকাপের প্রবল দাবীদার ভারতীয় দলের সফর শেষ হয়ে গিয়েছে। নিউজিল্যাণ্ডের বিরুদ্ধে খেলা হওয়া প্রথম সেমিফাইনালের রিজার্ভ ডেতে ভারতীয় দলের ব্যাটসম্যানদের খারাপ প্রদর্শন সকলকেই নিরাশ করে দিয়েছে।

ভারতীয় দলের বিশ্বকপের সফর হল সেমিফাইনালে শেষ

নিউজিল্যাণ্ডের দল প্রথমে ব্যাট করে মাত্র ২৩৯ রানের স্কোর করে, যারপর মনে হচ্ছিল যে ইনফর্ম ভারতীয় দলের ব্যাটসম্যানরা এই লক্ষ্য সহজেই হাসিল করে নেবে।

কিন্তু এমনটা হয়নি আর ভারতীয় ইনিংস ২২১ রানে শেষ হয়ে যাওয়ার সঙ্গেই ১৮ রানে ম্যাচ হেরে যায়। যার ফলে ভারতীয় দলকের আশাকেও নিউজিল্যাণ্ড শেষ করে দেয়।

কামাল আর খান রোহিত শর্মাকে ২৫ এর আগে আউট হওয়ার ভবিষ্যতবাণী করেছিলেন

এই ম্যাচে ভারতীয় দলের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি আশা ওপেনার রোহিত শর্মার কাছে ছুল যিনি এই টুর্নামেন্টে ৫টি সেঞ্চুরি করেছিলেন কিন্তু রোহিত শর্মার ইনিংস ১ রানের বেশি এগোয়নি আর ভারতের হারের কারণ হয়।

রোহিত শর্মার এক রানে আউট হওয়ার সঙ্গেই বলিউড অভিনেত্রী কামাল আর খানের ভবিষ্যতবাণী সঠিক প্রমানিত হয়ে যায়। কামাল আর খান এই ম্যাচের আগে রোহিত শর্মাকে নিয়ে ভবিষ্যতবাণী করেছিলেন। যেখানে তিনি টুইট করে লিখেছিলেন যে রোহিত শর্মা এই ম্যাচে ২৫ রানের কম স্কোরে আউট হয়ে যাবেন। রোহিত শর্মার আউট হওয়ার পর কামাল আর খান আরো একটি টুইট করে লেখেন যে রোহিত শর্মাকে নিয়ে দেওয়া আমার ভবিষ্যতবাণী ১০০% সত্যি হয়েছে।

বিরাট কোহলিকে নিয়ে কামাল আর খান করলেন এই টুইট

সবসময়ই ক্রিকেট নিয়ে বিতর্কিত কমেন্ট করা কামাল আর খান বিরাট কোহলির আউট হওয়ার পরও একটি টুইট করেছিলেন। যাতে তিনি লেখেন যে,

“আমি বলেছিলাম যে নিউজিল্যাণ্ড চতুর্থবার হারবে না। এটা সত্যি হয়েছে। ভারত আগেই এই ম্যাচে নিজের ভূমিকা হারিয়ে ফেলেছিল। বাই বাই বেটা কোহলি, ভারত এসো আর নিজের বিজ্ঞাপনের মাধ্যমে পয়সা কামাও আর মানুষকে বোকা বানাও”।

আরও পড়ুন

বিশ্বকাপ জিতেও হতাশ ইংল‍্যান্ড অধিনায়ক ইওন মর্গ‍্যান ! এই তার কারণ

দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে ঘরে এসেছে বিশ্বকাপ।তা কেন্দ্র করে যখন গোটা ইংল্যান্ড জুড়ে উৎসবের মরশুম।ঠিক তখন খানিকটা...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ভারতের দলে থাকছেন না এই তারকা ক্রিকেটার !

আরও একটি আন্তর্জাতিক সফর মিস করতে চলেছেন ভারতের উদীয়মান ক্রিকেট তারকা পৃথ্বী শাহ।এখনো চোট পুরোপুরি সেরে ওঠেনি...

বাংলাদেশ সফরের পর জাতীয় দলের কোচিং বিভাগে বড়োসড়ো রদবদল আনতে চলেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

আসন্ন বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে একদিবসীয় সিরিজের পর কোচিং বিভাগে বদল আনার চিন্তা ভাবনা করে ফেলেছে শ্রীলঙ্কা...

বিরাট কোহলি নাকি রোহিত শর্মা , কে সবচেয়ে বড়ো অধিনায়ক ? জানালেন ব্রাড হগ

ইউ টিউবে চ‍্যানেল রয়েছে প্রাক্তন অস্ট্রেলিয় স্পিনার ব্রাড হগের।" ব্রাড হগ টিভি নামের সেই ইউটিউব চ‍্যানেলে আমরা...

ফের জাতীয় দলে ফেরার আশাবাদী এই ভারতীয় ক্রিকেটার !

ফের আন্তর্জাতিক দলে ফেরার জন্যে পূর্ণ উদ‍্যমে লেগে পড়লেন মনীশ পান্ডে। আশা রাখছেন ফর্মের ধারাবাহিকতা এবং দুরন্ত...