সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে খারাপ ফলাফলের জের।ওয়েস্ট ইন্ডিজ সফরের ভারতীয় ক্রিকেট দলে না থাকার সম্ভাবনা জোড়ালো হয়ে উঠলো দীনেশ কার্তিকের।তার এবং কেদার যাদবের জায়গায় নির্বাচকরা নতুনদের সুযোগ দিতে চলেছে এমনটাই মনে করা হচ্ছে। এবারের বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার ছিলো ভারত।এমনকি টুর্নামেন্টের শুরু থেকে একের পর এক ম্যাচে দুরন্ত পারফরম্যান্স দিয়ে অপ্রতিরোধ্য থেকে ক্রমশ দেশের তৃতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখানো শুরু করেছিল বিরাটরা।কিন্তু যাবতীয় সমীকরণ বদলে যায় নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে।কিউয়িদের বিরুদ্ধে ১৮ রানের হার বিরাটদের ছিটকে দেয় টুর্নামেন্ট থেকে। ২০১১ এর পর আরও একবার কাপ জয়ের স্বপ্ন অধরা থেকেই গেলো সমগ্র ভারতবাসীর।
সেমিফাইনালে ম্যাচে কিছু করে ওঠার বড়োসড়ো সুযোগ এসেছিলো দীনেশ কার্তিকের কাছে।হয়ে উঠতেই পারতেন ম্যাচ জিতিয়ে নায়ক।কিন্তু তিনি কার্যত হতাশ করেছেন এদিন।যদিও যে ক্যাচ আউট তিনি হয়েছিলেন তা এবারের বিশ্বকাপে অন্যতম সেরা ক্যাচ।নিয়েছিলেন জিমি নিশ্যাম। এদিন কার্তিকের ইনিংস কাজে আসেনি।ম্যাচের শুরুতে এদিন রোহিত শর্মা, কে এল রাহুল এবং বিরাট কোহলি আউট হয়ে যাওয়ার পর দীনেশের কাছে সুযোগ ছিলো বড়ো ইনিংস খেলার , কিন্তু তা এদিন কার্যত হয়ে উঠতে পারেনি।মনে করা হচ্ছে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের ম্যাচটি কার্তিকের জীবনের শেষ ওয়ানডে ছিলো।
গত কয়েক বছরে নিজের খেলায় দারুণ উন্নতি করেছিল কার্তিক।একদিবসীয় ম্যাচে সুযোগ পেয়ে বিশেষ কিছু করে উঠতে না পারলেও টি টোয়েন্টি ম্যাচে দারুণ ধারাবাহিকতা দেখিয়েছে কার্তিক।এছাড়া এই মুহূর্তে তার বয়স ৩৪, তাই আগামী ২০২৩ এর বিশ্বকাপে তিনি দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন না তা একপ্রকার ধরে নেওয়া যায়।
সূত্রের খবর অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজ সফরে দলে থাকছেন না কার্তিক।প্রসঙ্গত, গতবছর নিদহাস ট্রফির ফাইনালে তার খেলা মনে রয়েছে সকলের।তাই টি টোয়েন্টির দলে তাকে নিতেই পারে ভারত।প্রসঙ্গত, আগামী শুক্রবার ওয়েস্ট ইন্ডিজ সফরের দল নির্বাচন নিয়ে আলোচনায় বসতে চলেছে নির্বাচন কমিটি।