২০১৬ সালে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে ৩০০ রান করার মধ্যে দিয়ে রাতারাতি তারকা হয়ে উঠেছিলেন করুন নায়ার।সেই সময় বছর সাতাশের এই ভারতীয় ব্যাটসম্যানের ইনিংস ঘিরে চারপাশে তীব্র আলোড়নের সৃষ্টি হয়।এইবার সেই তারকা ব্যাটসম্যান বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে।সম্প্রতি এই খুশির খবর টুইট করে সকলের সাথে শেয়ার করলেন করুন।
দীর্ঘদিনের বান্ধবী সানায়া টাকারিয়ালার সাথে এদিন বাগদান পর্ব সারলেন এই ভারতীয় ক্রিকেটার।পরবর্তী সময়ে করূনের হবু স্ত্রী ও নিজের ইনস্টাগ্রাম এ্যাকাউন্টে ছবি পোস্ট করেন।গত দুই বছরে একাধিক ভারতীয় ক্রিকেটার বসেছিলেন বিয়ের পিঁড়িতে।এক্ষেত্রে স্বয়ং তালিকায় আছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।এইবার সেই তালিকায় ঢুকে পড়লেন করুন।
She said ‘YES’❤️💍 pic.twitter.com/BhiiSUp8zt
— Karun Nair (@karun126) June 29, 2019
বছর সাতাশের এই ডান হাতি ব্যাটসম্যান ঘরোয়া ক্রিকেটে প্রতিনিধিত্ব করেন কর্নাটকের হয়ে। বিগত কয়েক বছর ধরে তিনি খেলেছেন একাধিক আইপিএল দলে।রয়্যাল চ্যালেন্জার্স ব্যাঙ্গালোর, রাজস্থান রয়্যালস, দিল্লি ডেয়ারডেভিলসের , কিংস ইলেভেন পান্জাবের মতো দলগুলোতে খেলেছেন।২০১৬ সালে হারারে তে জিম্বাবোয়ে বিপক্ষে একদিবসীয় ক্রিকেটে অভিষেক হয়েছিল করূনের।একই বছর নভেম্বর মাসে মোহালিতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল তার।এই সিরিজের শেষ টেস্টে ৩০০ রান করেন।দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৩০০ রান করার রেকর্ড করেন তিনি।