পরবর্তী বিশ্বকাপের জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করেছেন এই ভারতীয় ক্রিকেটার 1

২০১৯ এর ক্রিকেট বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়ায় হতাশা এখনো রয়েছে তার মধ্যে। যদিও সেই সব এখন অতীত, তাই সবকিছু ভুলে এখন পরবর্তী বিশ্বকাপের জন্য বিশেষ প্রস্তুতি নেওয়া শুরু করলেন ভারতের তারকা ক্রিকেটার অজিঙ্কা রাহানে।

২০১৮ সালে ফেব্রুয়ারি মাসে শেষ বারের মতো দেশের জার্সি গায়ে একদিবসীয় ম‍্যাচে প্রতিনিধিত্ব করেছিলেন রাহানে।এরপর আর ওয়ানডে ম‍্যাচে খেলতে দেখা যায়নি ভারতের টেস্ট দলের ভাইস ক‍্যাপ্টেনকে।সেই সিরিজে রাহানে করেছিলেন যথাক্রমে ৭৯,১১,৮,৮ এবং ৩৪ ।প্রসঙ্গত , সেইবার ৭৯ রানটি তার ছিলো পাঁচ নম্বর ক্রমাগত অর্ধশতরান।

পরবর্তী বিশ্বকাপের জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করেছেন এই ভারতীয় ক্রিকেটার 2

এরপর ভারত ” এ ” এবং ঘরোয়া একদিবসীয় ক্রিকেট ম‍্যাচ গুলোতে ভালো পারফরম্যান্স করলেও ফের একদিবসীয় জাতীয় দলে বিশেষ কিছু করে উঠতে পারেননি তিনি।

গত ফেব্রুয়ারি মাস ভারতীয় ক্রিকেট দলের মুখ‍্য নির্বাচক এম এস কে প্রসাদ জানিয়েছিলেন বিশ্বকাপের দলে তাদের চিন্তা – ভাবনার মধ্যে আছেন রাহানে কিন্তু পরবর্তী সময় বিশ্বকাপের উদ্দেশ্যে দল ঘোষণা করা কালীন দেখা যায় সুযোগ হয়নি তার।এমনকি ” স্ট‍্যান্ড – বাই ” স্কোয়াডেও দেখা যায়নি তাকে।

পরবর্তী বিশ্বকাপের জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করেছেন এই ভারতীয় ক্রিকেটার 3

” ব‍্যক্তিগত ভাবে প্রত‍্যেকরই স্বপ্ন থাকে দেশের হয়ে বিশ্বকাপ ক্রিকেটে প্রতিনিধিত্ব করার , আমারও তাই ছিলো।তাই সুযোগ না পেলে তৈরী হয় এক হতাশা।কিন্তু এক্ষেত্রে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এইসব চিন্তা – ভাবনা কে আমোল না দিয়ে এগিয়ে যাওয়া ” । সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন রাহানে।

বিশ্বকাপের দলে সুযোগ না পাওয়ার পর হ‍্যাম্পশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলার সিদ্ধান্ত নেন রাহানে ।এবং প্রথম ম‍্যাচেই শতরান করেন তিনি এক্ষেত্রে।পরবর্তী সময়ে একটি অর্ধশতরান করেন তিনি।কাউন্টি চ‍্যাম্পিয়ান শিপ ডিভিশনে সব মিলিয়ে তার রান সংখ্যা ছিলো মোট ৩০৭, যা তিনি ১৩ ম‍্যাচে করেছিলেন ।

পরবর্তী বিশ্বকাপের জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করেছেন এই ভারতীয় ক্রিকেটার 4

ধারাবাহিকতা না দেখালেও গোটা টুর্নামেন্ট থেকে তিনি শিখেছেন অনেককিছু।জানিয়েছেন এই টুর্নামেন্ট থেকেই নাকি বিশ্বকাপের প্রস্তুতি নেওয়া শুরু করেছেন বলে দাবি করেছেন রাহানে।২০১৫ এর বিশ্বকাপে শেষবারের মতো খেলেছিলেন জিঙ্কস। সেইবার বিশ্বকাপে সাত ইনিংসে করেছিলেন ২০৮ রান।চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট দলে খেলতে দেখা যাবে অজিঙ্ক রাহানেকে।তিনি দলের সহ অধিনায়ক।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *