ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ পাঁচটি ওপেনিং জুটি 1

ক্রিকেট মানেই রেকর্ডের খেলা। সব বিষয়েই রেকর্ডের হিসাব করে রাখা হয়। ঠিক তেমনি ওয়ানডেতে কোন পাঁচ জুটি এক ইনিংসে সবচেয়ে বেশি রান করেছেন সেই রেকর্ডও আছে।

আসুন জেনে নেওয়া যাক এই রেকর্ড গুলো কাদের অধীনে আছে-

৫) উপল থারাঙ্গা ও দিলশনাঃ

ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ পাঁচটি ওপেনিং জুটি 2

২০১১ সালে আইসিসি ওয়ানডে বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ২৮২ রানের এক অবিচ্ছিন্ন জুটি গড়ে বিশ্বরেকর্ড করে শ্রীলংকান এই দুই ওপেনার। এই ম্যাচে থারাঙ্গা করেন ১৩৩ রান ও দিলশান করেন ১৪৪ রান। এই ম্যাচটি শ্রীলংকা জিতেছিল ১৩৯ রানে।

৪) কুইন্টন ডি কক ও হাশিম আমলাঃ

ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ পাঁচটি ওপেনিং জুটি 3

দক্ষিণ আফ্রিকার এই দুই তারকা ওপেনার ২০১৫ সালে নিজেদের মাঠে বাংলাদেশের বিপক্ষে ২৮২ রানে অপরাজিত এক জুটি গড়েন। ২৭৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে জয়ের লক্ষে পৌছে যায় দক্ষিণ আফ্রিকা। দুই ওপেনার সেঞ্চুরি করলেও কক ১৪৫ বলে একাই করেছেন ১৬৮ রান।

৩) ডেভিড ওয়ার্নার ও ট্র‍্যাভিস হীডঃ

ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ পাঁচটি ওপেনিং জুটি 4

অস্ট্রেলিয়ার এই দুই ওপেনার ব্যাটসম্যান ২০১৭ সালে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ২৮৪ রানের জুটি গড়েন। অবিজ্ঞ ওয়ার্নার ও নবাগত ব্যাটসম্যান ট্র‍্যাভিস সেঞ্চুরি করেন। এই ম্যাচটি ছিল সিরিজ নির্ধারণকারী ম্যাচ তাদের এই পারফরমেন্সের কারণে পাকিস্তান কে ৬৮ রানে হারিয়ে ৩-২ সিরিজ জিতে নেয় অস্ট্রেলিয়া। এই ম্যাচে ওয়ার্নার করেন ১৭৯ রান ও ট্র‍্যাভিস করেন ১২৮ রান।

২) উপুল থারাঙ্গা ও সনাথ জয়সুরিয়াঃ

ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ পাঁচটি ওপেনিং জুটি 5

শ্রীলংকান লিজেন্ডারি ব্যাটসম্যান জয়সুরিয়া ও উপল থারাঙ্গা ২০০৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ২৮৬ রানের এক অবিচ্ছিন্ন জুটি গড়েন। স্বাগতিকদের বিপক্ষে এক দারুণ সিরিজ খেলে শ্রীলংকা, ৫-০ তে সিরিজ জিতেছে শ্রীলংকা। দুই ওপেনারেই এই ম্যাচে সেঞ্চুরি করেন। জয়সুরিয়া মাত্র ৯৯ বলে করেন ১৫২ রান ও থারাঙ্গা ১০২ বলে ১০৯ রান করেন। তাদের এই রেকর্ড ক্রিকেট ইতিহাসে প্রায় ১২ বছর ঠিকে ছিল।

১) ফখর জামান ও ইমাম-উল-হকঃ

ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ পাঁচটি ওপেনিং জুটি 6

উপুল থারাঙ্গা ও সনাথ জয়সুরিয়ার করা ২৮৬ রানের রেকর্ড পার্টনারশিপ প্রায় ১২ বছর ঠিকে ছিল। কিন্তু কিছুদিন আগে সেই রেকর্ড ভেঙ্গে এক নতুন ইতিহাস সৃষ্টি করে নবাগত পাকিস্তানি দুই তরুণ ওপেনার। বুলাওয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ৩০৪ রানের রেকর্ড পার্টনারশিপ গড়েন এই দুই তরুণ ওপেনার। এই ম্যাচে প্রথম পাকিস্তান ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করেন ফখর জামান। এবং তার সতীর্থ ইমাম-উল-হক ও সেঞ্চুরির দেখা পান এবং ফখর জামান করেন ২১০ রান। এই দুই ওপেনারে নৈপুণ্যে এই ম্যাচে পাকিস্তান করে ৩৯৯ রান। এই তরুণ ক্রিকেটারদের হাত ধরেই পাকিস্তান ক্রিকেট টিম এখন কানায় কানায় পরিপূর্ণ।

Nazmus Sajid

Sports Fanatic!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *