অনেক বিখ্যাত খেলোয়াড়রা ক্রিকেট ম্যাচ খেলে গেছেন। তবে সব ক্রিকেটাররা সমান না। কেউ অল্প সংখ্যক ম্যাচ খেলেছেন আবার কেউ অনেক অনেক ম্যাচ খেলেছেন। সবকিছুর মূল হল ফিটনেস। যারা ফিটনেস ধরে রাখতে পেরেছে তারাই বেশি বেশি ম্যাচ খেলতে পেরেছে।
আসুন দেখে নেওয়া যাক সেই পাঁচজন তারকাদের যারা সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন –
৫) রিকি পন্টিংঃ
রিকি পন্টিং অস্ট্রেলিয়ার হয়ে ৫৬০ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ১৯৯৫ সালে অভিষেক হওয়ার পর টানা ১৭ বছর ক্রিকেট খেলার সাথে যুক্ত ছিলেন তিনি। ২০১২ সালে ক্রিকেট থেকে অবসর নেন পন্টিং। ৫৬০ টি ম্যাচ খেলে প্রায় ৪৬ গড়ে ২৭,৪৮৩ রান করেন তিনি। তার এই রান ক্রিকেট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ রান।
৪) সনাৎ জয়সুরিয়াঃ
সনাৎ জয়সুরিয়া শ্রীলংকার হয়ে ৫৮৬ টি ম্যাচ খেলেছেন। ১৯৮৯ সালে অভিষেক হওয়ার পর ২০১১ সালে ক্রিকেট কে বিদায় জানান এই লিজেন্ডারি ক্রিকেটার। প্রায় ২২ বছর ক্রিকেট খেলেছেন তিনি যা রীতিমত অবাক করে দেয় সবাইকে। ৫৮৬ ম্যাচে তিনি ৩৪.১৪ গড়ে ২১,০৩২ রান করেছেন এবং বোলার হিসেবে ৪৪০ টি উইকেট শিকার করেছেন।
৩) কুমার সাঙ্গাকারাঃ
কুমার সাঙ্গাকারা শ্রীলংকার হয়ে ৫৯০ টি ম্যাচ খেলেছেন। ২০০০ সালে অভিষেক হওয়ার পর ২০১৫ সালে ক্রিকেট থেকে অবসর নেন এই তারকা ক্রিকেটার। ৫৯০ ম্যাচে প্রায় ৪৭ গড়ে ২৮,০১৬ রান করেন তিনি। যা ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান এবং একজন উইকেটরক্ষক হিসেবে ৬৭৮ টি ক্যাচ নিয়েছেন তিনি।
২) মাহেলা জয়াবার্ধনঃ
এই লিস্টে পাঁচ জনের মধ্যে শ্রীলংকান তিন জনেই জায়গা করে নিয়েছে। মাহেলা জয়াবার্ধন শ্রীলংকার হয়ে ৬৫২ টি ম্যাচ খেলেছেন। প্রায় ১৮ বছর শ্রীলংকা জাতীয় দলের সাথে ছিলেন। ১৯৯৭ সালে অভিষেক হওয়ার পর ২০১৫ সালে ক্রিকেট কে বিদায় জানান এই লিজেন্ডারি ব্যাটসম্যান। ৬৫২ ম্যাচে প্রায় ৪০ গড়ে মাহেলা জয়াবার্ধন রান করেছেন ২৫,৯৫৭ রান।
১) শচীন তেন্ডুলকর:
শচীন তেন্ডুলকর ভারতের হয়ে ৬৬৪ টি ম্যাচ খেলেছেন। শচীনকে বলা হয় সর্বকালের সেরা ব্যাটসম্যান। ক্রিকেটে অগণিত রেকর্ড রয়েছে তার নামে। তিনি একমাত্র ক্রিকেটার যিনি সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন ও সবচেয়ে বেশি বছর ক্রিকেটের সাথে ছিলেন।
১৯৮৯ সালে অভিষেক হওয়ার পর প্রায় ২৪ বছর ক্রিকেট খেলে ২০১৩ সালে ক্রিকেট থেকে বিদায় নেন এই মাস্টার ব্ল্যাষ্টার। শচীন ৬৬৪ ম্যাচ খেলে প্রায় ৪৯ গড়ে ৩৪,৩৫৭ রান করেছেন। তিনিই একমাত্র ক্রিকেটার যে ৩০,০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন এবং তার এই রান ক্রিকেট ইতিহাসের যেকোনো ব্যাটসম্যানের চেয়ে সর্বোচ্চ একক রান।