পাঁচ বোলার যাদের আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে দেখা যেতে পারে তাদের দেশের হয়ে " পিন্চ - হিটার " এর ভূমিকায় 1

টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে আর বাকি মাত্র ৮ মাস। কুড়ি – বিশের এই ক্রিকেট বিশ্বকাপ মানেই এক অন্যরকম উন্মাদনা। অন্যান্য এডিশন গুলির ন্যায় এবারও আমরা যে সাক্ষী থাকতে চলেছি দারুন সব মুহূর্তের সে কথা বলাই বাহুল্য।

টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ মানেই বিস্ফোরক ইনিংসের রমরমা।এক্ষেত্রে আমরা চাক্ষুষ করি একের পর এক ” পিন্চ হিটার ” ব্যাটসম্যানদের ।এবারের বিশ্বকাপেও যে তার তারতম্য ঘটবে না তা একপ্রকার ধরে রাখা যায়। যে কোন দলের ক্ষেত্রেই একজন ” পিন্চ হিটার ” ব্যাটসম্যান ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাঁচ বোলার যাদের আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে দেখা যেতে পারে তাদের দেশের হয়ে " পিন্চ - হিটার " এর ভূমিকায় 2

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ গুলোতে আমরা দেখেছি বিভিন্ন ব্যাটসম্যান এবং অলরাউন্ডারদের গুরুত্বপূর্ণ সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে ।এবার এই একই রকম ভূমিকা পালন করতে দেখা যেতে পারে বেশ কিছু বোলারকে তাদের দলের হয়ে এমন ভূমিকা পালন করতে।আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে এমনই পাঁচ বোলারকে নিয়ে এই আর্টিকেল, যারা তাদের দেশের হয়ে পালন করতে পারে ” পিন্চ হিটার ” ব‍্যাটসম‍্যানের ভূমিকা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *