আপাতত ক্রিকেট থেকে খানিকটা বিশ্রাম নিতে চলেছেন এই ইংল্যান্ড তারকা ! 1

বছর ৩২ এর ইংল্যান্ড অলরাউন্ডার মইন আলী আসন্ন কিছু সময় বিরতি নিতে চলেছেন ক্রিকেট থেকে।ইংল্যান্ডের টেস্ট ক্রিকেট দল থেকে ছিটকে যাওয়ার পর এমন সিদ্ধান্ত তার। ফেব্রুয়ারির ২০১৪ তে ইংল্যান্ডের হয়ে অভিষেক করেন মইন।এরপর একের পর এক দুরন্ত পারফরম্যান্সের মধ্যে দিয়ে ক্রমশ তিনি হয়ে উঠেছিলেন ইংল্যান্ড দলের গুরুত্বপূর্ণ সদস্য। এখনো অবধি ইংল্যান্ডের জার্সি গায়ে আলী খেলেছেন ৬০ টি টেস্ট,১০১ টি একদিবসীয় ম‍্যাচ এবং ২৫ টা টি টোয়েন্টি। এক্ষেত্রে টেস্টে ২৮.৯৭ গড়ে মইন করেছেন ২’৭৮২ রান।অন‍্যদিকে একদিবসীয় ক্রিকেটে ২৫.২৯ গড়ে করেছেন ১,৭৬৬ রান।এছাড়া টি টোয়েন্টি ক্রিকেটে আছে ২৩৫ রান।বোলিংয়েও সমান কার্যকর আলী, অফ স্পিনার এই বোলার টেস্ট ক্রিকেটে এখনো অবধি নিয়েছেন ১৮১ টি উইকেট, এছাড়া তার ৮৪ টা উইকেট আছে একদিবসীয় ক্রিকেটে , অন‍্যদিকে টি টোয়েন্টির ক্ষেত্রে তার সংখ্যা ১৫ টি।

আপাতত ক্রিকেট থেকে খানিকটা বিশ্রাম নিতে চলেছেন এই ইংল্যান্ড তারকা ! 2

সদ‍্য প্রথমবারের মতো বিশ্বকাপ ক্রিকেট জিতেছিলো ইংল্যান্ড।সেই দলের সদস্য ছিলেন মইন আলী।যদিও এই মুহূর্তে একেবারেই ফর্মে নেই এই ক্রিকেটার।এমনকি বিশ্বকাপের প্রথম দিকে বেশ কিছু ম‍্যাচে সুযোগ পেলেও পরবর্তী সময়ে আর তেমন বিশেষ সুযোগ পাননি তিনি।এমনকি মিস করেন গোটা নক আউট স্টেজটি।সবমিলিয়ে খেলেছিলেন মোট ৫ টি ম‍্যাচ , এক্ষেত্রে ৭৫ রান করার পাশাপাশি তিনি নিয়েছিলেন ৫ উইকেট।

বিশ্বকাপের পরবর্তী সময়ে আয়ারল্যান্ডে বিরুদ্ধে একমাত্র টেস্টে লর্ডসে দুই ইনিংসে আলীর রান সংখ্যা ছিলো যথাক্রমে শূন্য এবং নয়।এছাড়া বল হাতে তার পরিসংখ্যান ১/১৪ ।সুযোগ পেয়েছিলেন এ্যসেজেও , কিন্তু ব্রিংহ‍্যামে প্রথম ম‍্যাচে কিছু করে উঠতে ব‍্যার্থ হন তিনি।দুই ইনিংসে তার রান সংখ্যা ছিলো যথাক্রমে ০ এবং ৪ । যেখানে তার উইকেট সংখ‍্যা ছিলো ১ এবং ৩ ।

আপাতত ক্রিকেট থেকে খানিকটা বিশ্রাম নিতে চলেছেন এই ইংল্যান্ড তারকা ! 3

তার খারাপ পারফরম্যান্সের জন‍্য এ্যসেজের পরবর্তী লর্ডস টেস্টের দল থেকে বাদ দেওয়া হয়েছে তাকে।তার বদলে এই ম‍্যাচে খেলার সুযোগ পেলেন বা – হাতি স্পিনার জ‍্যাক লিচ।আগামী ১৪ ই আগষ্ট থেকে শুরু হতে চলেছে এই টেস্ট সিরিজ।

এমন একটি সময় প্রতিযোগিতা মূলক ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিলেন মইন আলী, এখন কিছু সময় প্রাক্টিসের মধ্যেই কাটাতে চান তিনি।তাই এই মুহূর্তে খানিকটা অবসর সময় কাটাতে চান তিনি।পরবর্তী সময়ে তিনি প্রত‍্যাবর্তন করবেন ওরচেস্টারশায়ার দলের হয়ে খেলার মধ্যে দিয়ে।যদিও কবে ফিরবেন তিনি তা এখনও স্পষ্ট নয়।

” এখন কিছু সময় ক্রিকেট থেকে দুরে থাকতে চলেছে মো ( মইন ), নিজেকে পুনরায় সতেজ করে প্রাক্টিসের মধ্যে দিয়ে গড়ে তুলতে চান তিনি।তাই এখন খানিকটা সময় কাটাতে চান বিরতির মধ্যে দিয়ে।তিনি মনে করেন তার এটি অত‍্যন্ত প্রয়োজন, এবং গোটা বিষয়টির সন্মান জানাই আমি।

আপাতত ক্রিকেট থেকে খানিকটা বিশ্রাম নিতে চলেছেন এই ইংল্যান্ড তারকা ! 4

সম্প্রতি একটি দীর্ঘ সময় ধরে ক্রমাগত দেশের জার্সি গায়ে প্রতিনিধিত্ব করে এসেছেন ও। খেলেছেন বিশ্বকাপ এবং এ্যসেজের মতো টুর্নামেন্ট।ওর মতো একজন ক্রিকেটারের ওরচেষ্টারের মতো দলে খেলা মানে এক দারুণ ব‍্যাপার। ড্রেসিং রুমে তার প্রবেশ এক অন‍্যরকম পরিবেশের।এখন আমরা সবাই এখন ওর দলে ফেরার। ” মন্তব্য ওরচেষ্টারের কোচ এ্যলেক্স গিডম‍্যানের।

এ্যসেজে খেলতে নামার আগে ওরচেষ্টারের হয়ে একটি টি টোয়েন্টি ম‍্যাচে খেলেছিলেন আলী।ভিট‍্যালিটি ব্লাস্ট নামের সেই টুর্নামেন্টে ম‍্যাচে নটিংহ‍্যামশায়ারের বিরুদ্ধে খেলতে দেখা গেছিলো আলীকে।ম‍্যাচে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন আলী।একদিকে যেমন তার ব‍্যাট থেকে এসেছিলো ঝোড়ো ২৫ বলে ৩২ রানের ইনিংস, ঠিক তেমন ৪ ওভার বল করে ১৮ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *