ঠিক এখানেই পার্থক্য বিরাট কোহলি এবং রোহিত শর্মার অধিনায়কত্বে, মনে করেন ক্রুনাল পান্ডিয়া ! 1

রোহিত শর্মা এবং বিরাট কোহলি, এই দুই অধিনায়কের নেতৃত্বে খেলেছেন ভারতীয় অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়া। ২০১৬ থেকে তিনি খেলছেন আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান্স দলে। অন‍্যদিকে গতবছর প্রথম সুযোগ পান তিনি ভারতীয় ক্রিকেট দলে। আপাতত খেলেছেন ১৪ টা টি টোয়েন্টি ম‍্যাচ।এরমধ্যে ৮ টা ম‍্যাচ কোহলির নেতৃত্বে, এবং বাকী ছয় রোহিতের ।

ঠিক এখানেই পার্থক্য বিরাট কোহলি এবং রোহিত শর্মার অধিনায়কত্বে, মনে করেন ক্রুনাল পান্ডিয়া ! 2

সম্প্রতি একটি সাক্ষাৎকারে ক্রুনাল জানিয়েছিলেন দুজনের অধিনায়কত্ব প্রায় সমান‌। খুব একটা পার্থক্য নেই।

সাক্ষাৎকারে তিনি বলেন, “দুজনেই সমান,এবং অত‍্যন্ত সফল দুই অধিনায়ক। সবসময় সতীর্থদের পার্থক্য পাশে দাড়ান। দুজনেই অসাধারণ অধিনায়ক এবং যখনই সুযোগ পেয়েছি তাদের নেতৃত্বে খেলার তখন নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। দুজনেই যেকোনো ম‍্যাচ জেতার চেষ্টা করতে, সব মিলিয়ে তেমন কোনও পার্থক্য নেই তার “।

ঠিক এখানেই পার্থক্য বিরাট কোহলি এবং রোহিত শর্মার অধিনায়কত্বে, মনে করেন ক্রুনাল পান্ডিয়া ! 3
Bengaluru: Mumbai Indians Rohit Sharma and Krunal Pandya celebrate fall of a wicket during an IPL match between Royal Challengers Bangalore and Mumbai Indians at M Chinnaswamy Stadium in Bengaluru on May 11, 2016. (Photo: IANS)

দেশের হয়ে ১৪ ম‍্যাচে করেছেন ১০২ রান, নিয়েছেন ১৪ টি উইকেট।আগামী বছর অস্ট্রেলিয়ার মাটিতে বসতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর। এবং সেই দলে সুযোগ পাওয়াই এখন প্রাথমিক লক্ষ‍্য ক্রুনালের।

” আগামী বছর টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করাটাই আমার লক্ষ‍্য আমার।তাই এখন থেকে প্রতিটি ম‍্যাচে ভালো খেলাটাই লক্ষ‍্য আমার।আসছে সিরিজে দলে সুযোগ পাওয়া এবং সেখানেই ভালো কিছু করাটাই আমার বর্তমানে প্রাথমিক লক্ষ‍্য ।যদি আমি নিজের সেরাটা দিয়ে যেতে পারি, তাহলে দেশের জার্সি গায়ে খেলার স্বপ্নটা পূরণ হতেই পারে বলে আশাবাদী আমি।”

ঠিক এখানেই পার্থক্য বিরাট কোহলি এবং রোহিত শর্মার অধিনায়কত্বে, মনে করেন ক্রুনাল পান্ডিয়া ! 4

এই মুহূর্তে , পরবর্তী সিরিজেই ফোকাস করছেন পান্ডিয়া।আগামী সেপটেম্বর মাসে সাউথ আফ্রিকার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে খেলাটাই প্রাথমিক লক্ষ‍্য তার।সদ‍্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন ক্রুনাল।এমনকি দ্বিতীয় ম‍্যাচে দারুণ খেলে নির্বাচিত হয়েছিলেন ” ম‍্যান অফ দ‍্য ম‍্যাচ ” ।গোটা সিরিজ জুড়ে তার দুরন্ত পারফরম্যান্স ভারতকে এই সিরিজ পকেটস্থ করতে সাহায্য করেছিলো । ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ পারফরম্যান্স তার মধ্যে আত্মবিশ্বাস জুগিয়েছে।এবং এটাকে সবে শুরু মনে করেন তিনি, আসন্ন সিরিজ গুলোতে আরও ভালো কিছু করতে চান তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *