আসন্ন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বদলে এক নতুন অধিনায়ককে পেতে চলেছে ট্রিনবাগো নাইট রাইডার্স।সম্প্রতি একটি প্রাক্টিস ম্যাচে তাদের বর্তমান অধিনায়ক ডোয়েন ব্রাভো চোট পাওয়ার জন্য ইতিমধ্যে ছিটকে গেছেন ,তাই দলের তরফে ঘোষিত হলো নতুন অধিনায়ক কায়রন পোলার্ডের নাম। প্রসঙ্গত, এই প্রথমবার “টি কে আর ” কে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেলেন পোলার্ড। তাকে দলে নেওয়া হয়েছিল মার্কি ক্রিকেটার হিসেবে।
নাইট রাইডার্সের সি ই ও, ভেঙ্কি মাইসোরের বক্তব্য, ” এটা খুবই দুর্ভাগ্যজনক একটি বিষয়ে যে এবার আমরা দলের সাথে পাচ্ছি না ডোয়েন ব্রাভোকে।পাশাপাশি আমরা নিজেদের সৌভাগ্য বান বলবো যে পোলার্ডের মতো একজন ক্রিকেটারকে আমরা দলের সাথে পেয়েছি, যে কিনা ব্রাভোর পরিবর্তে অধিনায়ক হলেন এই দলের।ইতিমধ্যে অধিনায়ক হিসেবে ওর ক্ষমতার ঝলক দেখেছি আমরা সকলেই।মাঠেও যে ওর আগ্রাসন আমরা ওর অধিনায়কত্বের মধ্যে দিয়ে খুঁজে পাবো, তা একপ্রকার বলা যায় ” ।
অন্যদিকে অধিনায়ক হওয়ার পর দলের জন্য ভালো কিছু করার বিষয়ে আশাবাদী পোলার্ড।গোটা দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার জন্য প্রস্তুত তিনি।এর আগে আমরা এই তারকা ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডারকে একাধিক ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে দুরন্ত সব ইনিংস খেলতে দেখেছি।ঝোড়ো ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং টাও দারুণ করে এই ক্রিকেটার।
📣 BIG ANNOUNCEMENT: @KieronPollard55 to lead #TKR after Champion @DJBravo47 suffers a finger injury #CPL19
We wish DJ a quick recovery, and look forward to Pollard leading us in the #LandOfChampions 🇹🇹❤ pic.twitter.com/yemoc2BO7T
— Trinbago Knight Riders (@TKRiders) September 2, 2019
দলের অধিনায়কত্বের দায়িত্ব পাওয়ার পর পোলার্ডের বক্তব্য, ” বিনোদনপ্রদানকারী ব্রাভোর জুতোতে পা গলালাম আমি।দীর্ঘদিন ধরে এই দলে সুযোগ পাওয়ার অপেক্ষায় ছিলাম আমি।এবং অবশেষে আমি খুশি সুযোগ পেয়ে ।শুধু আমি একা নই, আমার মতো আরও একাধিক ক্রিকেটার এইবার সুযোগ পেয়েছে এইবার এই দলে।আমরা সকলেই ভালো কিছু করার জন্য মুখিয়ে আছি এইবার ” ।
আগামী ৪ ই সেপটেম্বর সিপিএলের প্রথম ম্যাচে নাইট রাইডার্স খেলতে নামছে সেন্ট কিটস এবং নেভিস প্যাট্রিয়টস দলের বিরুদ্ধে।