ক্রিকেট বিশ্বে বেশিরভাগ দলই ওপেনিং জুটিতে রান তোলার জন্য ও বোলারদের মনোযোগ নষ্ট করার জন্য একজন ডানহাতি ব্যাটসম্যান এর সাথে একজন বাঁহাতি ওপেনার দিয়ে শুরু করতে চান। ফলে ব্যাটিংয়ে থাকা দল একটু বাড়তি সুবিধা পেয়ে থাকে এতে কোনো সন্দেহ নেই। অন্যদিকে একজন বাঁহাতি ব্যাটসম্যানের কাভার ড্রাইভ কিংবা সুইং খেলার আলাদা সক্ষমতাও দেখা যায়। বল করার ক্ষেত্রেও বাঁহাতি বোলাররা কম যান না।
এবার দেখা যাক ভারতীয় ক্রিকেট দলের সর্বকালের সেরা তিনজন বাঁহাতি ক্রিকেটার।
৩. সৌরভ গাঙ্গুলী
১৯৯২ সালে ভারত জাতীয় দলে সুযোগ পাওয়া এই বাঙালি ক্রিকেটার দিন যত গড়িয়েছে ক্রিকেট মাঠে তাঁর ব্যাট আলো ছড়িয়েছে ততোই। একটা সময় দলের ক্যাপ্টেনের দায়িত্বও তুলে নেন নিজ কাঁধে। টিমের সবার সাথে সুসম্পর্ক রাখা ব্যতীতও ঠাণ্ডা মাথায় নিজ হাতে অগনিত ম্যাচ জিতিয়েছেন এই বাঁহাতি ক্রিকেটার।
আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর রান সংখ্যা ১৮৫৭৫ ও ঘরোয়া ক্রিকেটে তাঁর ব্যাট থেকে এসেছে ৩১৩০৯ রান। অন্যদিকে টিম ইন্ডিয়ার প্রাক্তন এই অধিনায়ক ওয়ানডে ক্রিকেটে হাত ঘুরিয়ে পেয়েছেন ১০০ উইকেট।
২. জহির খান
প্রাক্তন এই ভারতীয় বাঁহাতি বোলার ব্যাটসম্যানদের বুকে কাঁপন ধরিয়ে দিতেন খুব সহজেই। তাঁর গতির কাছে হার মানতে বাধ্য হয়েছেন অনেক মহারথী ব্যাটসম্যান। ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার টেস্ট ক্রিকেটে ওভারপ্রতি ৪ এর কাছাকাছি গড়ে খরচ করে নিয়েছেন ৩১১ উইকেট। অন্যদিকে রঙিন পোশাকে একদিনের ক্রিকেটে নামের পাশে উইকেট সংখ্যা লিখতে পেরেছেন ২৮২টি।২০১১ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপে ২১ উইকেট নিয়ে পাকিস্তানের শাহিদ আফ্রিদির সাথে যৌথভাবে সেরা উইকেট শিকারির তালিকায় নাম তুলতে সক্ষম হন এই পেসার।তাই সেরা বাঁহাতি ক্রিকেটারের তালিকায় নাম লিখানোর যোগ্যতা রাখেন তিনি।
১. যুবরাজ সিং
বর্তমানে ভারতীয় ক্রিকেটে অনিয়মিত থাকলেও ২০১১ সালের বিশ্বকাপে সেরা খেলোয়াড় নির্বাচিত হন যুবরাজ সিং। ক্রিকেটে বিশ্বয় সৃষ্টি করে ইংলিশ বোলার স্ট্রুয়াট ব্রডের এক ওভারের সবকয়টি বল উড়িয়ে বাউন্ডারির বাইরে আছড়ে ফেলার কথা ক্রিকেট ইতিহাসে লেখা থাকবে আজীবন। তাছাড়া আইপিএলে নজরকাড়া পারফরম্যান্স নিয়মিতই প্রদর্শন করছেন ৩৬ বছর বয়সী এই বাঁহাতি।
ছক্কা মারার ক্ষেত্রে তাঁর দক্ষতার প্রমাণ পাওয়া যায় টি-২০তে খুব অল্প সংখ্যক ম্যাচ খেলে ৬৭টি ওয়ানডে ক্রিকেটে ১৫৫টি ছক্কার দিকে তাকালেই। ওয়ানডে ক্রিকেটে ৮৭০১ ও টি-২০তে ১১৭৭ রান করেছেন ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার।