অনেক ক্রিকেটার ক্রিকেট থেকে অবসরে যাওয়ার পর তারা তাদের প্রফেসন বদলে ফেলেন। আবার কেউ কেউ ক্রিকেটের সাথে জড়িত থাকেন। তবে অনেকেই আছেন একদম ভিন্ন যারা খেলার মাঠ থেকে রাজনীতির মাঠে পা বাড়ান।
আজ আমরা এইরকম ৭জন ক্রিকেটারের নাম জানবো যারা রাজনীতিতে পদার্পণ করেছেন
১) নভোজোত সিং সিধুঃ
নভোজোত সিং সিধু ভারতের প্রাক্তন ক্রিকেটার ও টেলিভিশন ব্যক্তিত্ব। ১৯৮৩ সালে ক্রিকেটে অভিষেক হওয়ার পর প্রায় ১৯ বছর ক্রিকেট ক্যারিয়ারে কাটিয়েছেন। ক্রিকেট কে বিদায় জানানোর পর ২০০৪ সালে রাজনৈতিক দল “ভারতীয় জনতা পার্টি বা বিজিপি” তে যোগদান করেন। তারপর ২০১৭ সালে কংগ্রেস নির্বাচনে জয়লাভ করেন।
২) ভিনোদ কাম্বলীঃ
ভিনোদ কাম্বলী ভারতের প্রাক্তন ক্রিকেটার ও বলিউড সিনেমার অভিনেতা। তিনি একমাত্র ক্রিকেটার যিনি নিজের জন্মদিনে ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি করেছেন। তিনি রাজনীতির জন্য “লক বাহারাটি পার্টি” তে যোগদান করেন এবং এই দলের ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি, ২০০৯ সালে এসেম্বলি নির্বাচনে তার দল।জয় লাভ করে।
৩) মনসুর আলী খানঃ
ভারতের প্রাক্তন এই ক্রিকেটার একজন সফল অধিনায়ক ও তার সময়ে তিনি সেরা ফিল্ডার হিসেবে খ্যাতি লাভ করেছিলেন। ক্রিকেটকে বিদায় জানানোর পর কংগ্রেস পার্টির অধীনে ভোপাল থেকে রাজনীতির খাতায় নাম লেখান এবং নির্বাচনে অংশগ্রহণ করেন।
৪) অর্জুন রানাতুঙ্গাঃ
সাবেক শ্রীলংকান ক্রিকেটার ও বিশ্বকাপ জয়ী অধিনায়ক। তার অধিনায়কত্বের কারণে শ্রীলংকা ক্রিকেট দল অনেক বদলে গিয়েছিল, যার ফলে ১৯৯৬ সালে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ শ্রীলংকা জয়লাভ করে। ক্রিকেট কে বিদায় জানানোর পর ২০০১ সালে রাজনীতিতে পা রাখেন এই কিংবদন্তি ক্রিকেটার। তারপর তিনি শ্রীলংকান জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেন “পিএ” এর হয়ে, এবং তিনি জয়ী হয়ে মন্ত্রীর পদমর্যাদা পান।
৫) সনাৎ জয়সুরিয়াঃ
সনাৎ জয়সুরিয়া সাবেক শ্রীলংকান ক্রিকেটার ও সর্বকালের সেরা ওয়ানডে ব্যাটসম্যান। তার কারণে শ্রীলংকা অগণিত ম্যাচ জিতেছে এবং তিনি একজন লিজেন্ডারি ব্যাটসম্যান। তিনি ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ২০১০ সালে মারাঠা জেলা থেকে নির্বাচনে অংশগ্রহণ করেন। তিনি বর্তমানে রাজনীতিতে সক্রিয় আছেন এবং বর্তমান সরকারের অধীনে মন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
৬) মহম্মদ আজহারউদ্দীনঃ
আজহারউদ্দীন ভারতের প্রাক্তন মিডল অর্ডার ব্যাটসম্যান। ১৯৯০-২০০০ সাল পর্যন্ত ভারতের হয়ে খেলেছেন। ২০০০ সালে ম্যাচ ফিক্সিংয়ে অভিযুক্ত হয়ে ভারত ক্রিকেট বোর্ডের নির্দেশে তাকে ক্রিকেট থেকে ব্যান করা হয়। তারপর ২০০৯ সালে তিনি ভারতের জাতীয় নির্বাচনে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টির হয়ে ভারতের সাধারণ নির্বাচনে জয় লাভ করেন এবং তিনি বর্তমানে ভারতের একজন সফল সংসদ সদস্য।
৭) ইমরান খানঃ
পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ও লিজেন্ডারি ব্যাটসম্যান। ক্রিকেট থেকে যারা রাজনীতিতে এসেছেন তাদের মধ্যে তিনিই সবচেয়ে সফল রাজনীতিবিদ। ১৯৯২ সালে ক্রিকেট কে বিদায় জানানোর পর ১৯৯৬ সালে রাজনীতি তে পা রাখেন কিন্তু তখনকার সময়ে বিভিন্ন সমস্যার কারণে তিনি রাজনীতি তে আলো ছড়াতে পারেননি। দীর্ঘ ২২ বছর পর যেন ক্রিকেট মাঠের পারফরমেন্স রাজনীতির মাঠে দেখিয়ে দিলেন। পাকিস্তানের জাতীয় নির্বাচনে তার দল বিপুল ভোট ও জন সমর্থেন জয়লাভ করে। এবং তিনিই হতে যাচ্ছেন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী। তার নেতৃত্বে চলবে পুরো পাকিস্তান।