দীনেশ কার্তিক
এই তালিকায় দ্বিতীয় নম্বরে আছেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)। ২০২২ আইপিএলে দীনেশ কার্তিককে বেশ দুর্দান্ত ফিনিশ করতে দেখা গিয়েছিল কিছু ম্যাচ, সেই কারণে জাতীয় দলে সুযোগ মেলে দীনেশ কার্তিকের। তবে বিশ্বকাপের ম্যাচে দীনেশ কার্তিকের পারফরমেন্স একেবারেই ছিল নিম্নমানের, এই বিশ্বকাপে তিনি ৩ ইনিংসে মাত্র ১৪ রান করতে সক্ষম হয়েছেন। তাছাড়া তার স্ট্রাইক রেট ও ছিল খুবই কম ৬৩.৬৪। দীনেশ কার্তিক ব্যাটিং ছাড়াও ভারতীয় দলের প্রথম পছন্দের উইকের রক্ষক ছিলেন, তবে উইকেট রক্ষক হিসাবেও সেভাবে সফলতা দেখাতে পারেননি কার্তিক। মিস করেছেন ক্যাচ ও স্ট্যাম্পিং, এর থেকে বোঝা যাচ্ছে ভারতীয় দলে দীনেশ কার্তিকের অবদান ফুরিয়ে এসেছে ভারতীয় দল তাকে আর সুযোগ দিতে চাইবে না।