টিম ইন্ডিয়ার (Team India) এমন অনেক ক্রিকেটার আছেন যারা সমাজের তোয়াক্কা না করেই প্রেমে পড়েছেন এবং বিবাহ-বিচ্ছেদ হওয়া মহিলাকে বিয়ে করেছেন। ক্রিকেটারদের এই অনন্য তালিকায় রয়েছেন ৫ ভারতীয়। চলুন দেখে নেওয়া যাক এমন ক্রিকেটারদের যারা বিবাহ-বিচ্ছেদ সম্মুখিন হওয়া মহিলাকে বিয়ে করেছেন।
শিখর ধাওয়ান
শিখর ধাওয়ান ২০১২ সালে আয়েশা মুখার্জিকে বিয়ে করেন। আয়েশা মেলবোর্নের একজন ব্রিটিশ বাঙালি। আয়েশার প্রথম বিয়ের পর ডিভোর্স হয়ে যায়। তার প্রথম স্বামী থেকে দুটি কন্যাও রয়েছে। এটাও জানিয়ে রাখা উচিত যে আয়েশা শিখরের থেকে ১০ বছরের বড়। শিখর ধাওয়ান এবং আয়েশারও গত বছর বিবাহবিচ্ছেদ হয়ে যায়।