ইংরেজদের মাটিতে ভারতীয় ক্রিকেট দল বুধবার স্বাধীনতা দিবস পালন করল। লন্ডনের একটি হোটেলের বাইরে ভারতীয় দল তেরঙ্গা পতাকা উড়িয়ে স্বাধীনতার উৎসব পালন করল। ভারতীয় দল ইংল্যান্ড সফরে পাঁচ টেস্ট ম্যাচের সিরিজ খেলছে। যার তৃতীয় ম্যাচ আগামি ১৮ আগস্ট থেকে ট্রেন্টব্রিজে খেলা হবে।
কোচ রবি শাস্ত্রী এবং কোহলি উত্তোলন করলেন তেরঙ্গা
ভারতের ৭২ তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা তাজ হোটেলের সেন্ট জেমস কোর্টে পতাকা উত্তোলন করে। ভারতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রী এবং অধিনায়ক বিরাট কোহলি পতাকা উত্তোলন করেন। এই সমারোহের পর জাতীয় গান গাওয়া হয়।
এরপরই খেলোয়াড়রা তেরঙ্গে পতাকার সঙ্গে নিজেদের ছবি তোলেন। বিসিসিআই বিরাট কোহলির একটি ভিডিয়ো শেয়ার করেছে। যেখানে তিনি দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভকামনা জানাচ্ছেন। এছাড়াও প্লেয়ারদের দ্বারা সোশ্যাল মিডিয়াতেও ছবি শেয়ার করে স্বাধীনতার শুভকামনা দেওয়া হয়েছে।
MUST WATCH: On Independence Day, members of #TeamIndia came together to honour the tricolour in England. What a proud moment this #HappyIndependenceDay ?????? #IndependenceDayIndia
Full Video Link—> https://t.co/MBEx1zhR6K pic.twitter.com/LWhooUwORO— BCCI (@BCCI) August 15, 2018
It's a great feeling to be an Indian. May the tricolour always fly high. Happy Independence Day ?? Jai hind ! pic.twitter.com/qtKTfxP09D
— Kuldeep yadav (@imkuldeep18) August 15, 2018
"Freedom is nothing but a chance to be better". ??
Wishing you all a very #HappyIndependenceDay pic.twitter.com/VXAyUSuVCb— Jasprit bumrah (@Jaspritbumrah93) August 15, 2018
#TeamIndia gathered at Kandy to hoist the tri-colour on the occasion of Independence Day #IndependenceDayIndia https://t.co/SyRLmE4Let
— BCCI (@BCCI) August 15, 2017
ইংল্যান্ডে চলতি টেস্ট সিরিজে ভারতের এখনও পর্যন্ত প্রদর্শন ভাল হয় নি। এজবাস্টনের প্রথম টেস্ট দল যেখানে ৩১ রানে হেরে যায়, সেখানে লর্ডসের দ্বিতীয় টেস্টেও এক ইনিংস এবং ১৫৯ রানের বিশাল ব্যবধানে হারে ভারতীয় দল। এই সিরিজে ইংল্যান্ড ২-০ এগিয়ে রয়েছে।