বিসিসিআই ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য দল ঘোষণা করে দিয়েছে। বিসিসিআই সকলকে অবাক করে দিয়ে টি-২০ সিরিজের জন্য দলে বেশ কিছু বড় পরিবর্তন করেছে। তো আসুন জেনে নেওয়া যাক যে বিসিসিআই দলে এবার কি কি পরিবর্তন করেছে।
ধোনি পাননি জায়গা
ভারত আর ওয়েস্টইন্ডিজের মধ্যে ওয়ানডে সিরিজের পর তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলা হবে। এই সিরিজের প্রথম ম্যাচ চার নভেম্বর খেলা হবে। এই অবস্থায় এই ম্যাচ নিয়ে বিসিসিআই দল ঘোষণা করে দিয়েছে। বিসিসিআই এবার সকলকে অবাক করে মহেন্দ্র সিং ধোনিকে দলে শামিল করে নি। ধোনির দল থেকে বাদ পড়া যথেষ্ট বিস্ময়ভরা সিদ্ধান্ত। তার জায়গায় উইকেটকিপারের ভূমিকায় ঋষভ পন্থকে দেখা যাবে।
প্রসঙ্গত ধোনির বর্তমান প্রদর্শন খুব একটা বিশেষ কিছু ছিল না। যে কারণে তাকে লাগাতার সমালোচিত হতে হচ্ছিল। অন্যদিকে বেশ কয়েকবার তারকা খেলোয়াড়রাও তার জায়গায় পন্থকে জায়গা দেওয়ার কথা বলেছেন। এই অবস্থায় তাকে এবার টি২০ সিরিজে সুযোগ দেওয়া হয়েছে। এছাড়াও দলে অধিনায়ক বিরাট কোহলিকে টি-২০তে বিশ্রাম দেওয়া হয়েছে যাতে তিনি অস্ট্রেলিয়া সফরের আগে নিজেকে ফিট রাখতে পারেন।
শাহবাদ নাদীমকে দলে শামিল করা হয়েছে
লাগাতার ঘরোয়া ক্রিকেট উইকেট হাসিল করা শহবাদ নাদীমকে দলে শামিল করা হয়েছে। সম্প্রতিই বিজয় হাজারে ট্রফিতেও তিনি আসামের বিরুদ্ধে মাত্র ১০ রান দিয়ে ৮ উইকেট হাসিল করেছিলেন। যার পর তার নির্বাচন নিয়ে কথা শুরু হয়ে গিয়েছিল। এই অবস্থায় তার দলে থাকা যথেষ্ট লাভজনক প্রমান হবে।
ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে দল
Team for three T20I match series against Windies announced
Rohit Sharma (C), Shikhar, KL Rahul, DK, Manish, Shreyas Iyer, Rishabh Pant (wk), Krunal Pandya, Washington Sundar, Yuzvendra Chahal, Kuldeep Yadav, Bhuvneshwar Kumar, Bumrah, Khaleel Ahmed, Umesh Yadav, Shahbaz Nadeem
— BCCI (@BCCI) October 26, 2018
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধবন, কেএল রাহুল, দীনেশ কার্তিক, মনীষ পান্ডে, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, যজুবেন্দ্র চহেল, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরাহ, খলিল আহমেদ, উমেশ যাদব,শাহবাজ নাদীম।