প্রথম টেস্টে বড় হারের পর দ্বিতীয় টেস্টে দুরন্ত কামব্যাক টিম ইন্ডিয়ার। আট উইকেটে হারিয়ে বর্ডার গাভাস্কার ট্রফিতে সমতা ফিরিয়ে এনেছে ভারতীয় দল। কিন্তু তার মধ্যেও খারাপ খবর এল ভারতীয় শিবিরে। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে বল করতে গিয়ে পায়ে চোট পান তারকা পেসার উমেশ যাদব। যার ফলে মাঠ ছেড়ে বেরিয়ে যান উমেশ এবং একাধিক শারীরিক পরীক্ষার পর জানা যায়, সিডনিতে তৃতীয় টেস্ট খেলতে পারবেন না উমেশ।
আর এর ফলে বড় অনিশ্চয়তা, তৃতীয় পেসার হিসেবে কে খেলবেন ভারতীয় দলে? উমেশের পরিবর্তে বাঁ হাতি পেসার টি নটরাজনকে দলে আনা হয়েছিল। কিন্তু এবার যা সম্ভাবনা, তাতে সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ম্যাচে ভারতীয় দলের হয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক করতে পারেন তামিলনাড়ুর এই ক্রিকেটার। এমনটাই জানিয়েছেন বিসিসিআই এর এক বিশ্বস্ত সূত্র।
জনপ্রিয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার একটি রিপোর্ট অনুযায়ী, বিসিসিআই এর এক বিশ্বস্ত সূত্র জানিয়েছে, আসন্ন সিডনি টেস্টে ভারতীয় দলের তৃতীয় পেসার হিসেবে অভিষেক করতে চলেছেন ২৯ বছরের পেসার টি নটরাজন। এই নিয়ে সেই সূত্র টাইমস অফ ইন্ডিয়াকে বলেছেন, “নির্বাচকরা মহম্মদ শামির পরিবর্তে শার্দূল ঠাকুরকে নিয়ে এসেছিল, এবং নভদীপ সাইনিও রয়েছেন এই দলে। কিন্তু সম্ভবত দলে নটরাজনকে সুযোগ দেওয়া হবে কারণ এতে বোলিং বিভাগে বৈচিত্র্য বাড়বে। যেমনটা মিচেল স্টার্ক করেন নাথান লিয়ঁর জন্য, নটরাজন পিচে ফুটমার্কস তৈরি করতে পারবেন যা রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার মত স্পিনাররা ফায়দা তুলতে পারবেন।”
এই মুহুর্তে স্বপ্নের ফর্মে রয়েছেন টি নটরাজন। আইপিএল এ সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে দুর্দান্ত পারফর্মেন্স করেছিলেন তামিলনাড়ুর এই ক্রিকেটার। গত মরশুমে সব থেকে বেশি ইয়র্কার মারার রেকর্ড গড়েছিলেন তিনি। আর তার ফলে চলতি অস্ট্রেলিয়া সফরে সীমিত ওভারের সিরিজের জন্য সুযোগ পান তিনি। ওয়ানডে সিরিজে তৃতীয় ম্যাচে নিজের অভিষেকে দুটি উইকেট নেন নটরাজন, আর টি২০ সিরিজে মাত্র ৬.৯১ রান রেটে ছয়টি উইকেট নিয়েছেন নটরাজন। আর এবার প্রবল সম্ভাবনা রয়েছে টেস্ট দলে সুযোগ পাওয়ার। দলে জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজের মত ডান হাতি পেসারদের উপস্থিতিতে পেস ব্রিগেডে বৈচিত্র্য আনতে পারেন বাঁ হাতি এই পেসার।