বলিউড অভিনেতা আর মহেন্দ্র সিং ধোনির বায়োপিকে অভিনয় করা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন ৮দিন এর বেশি হয়ে গেলো। কিন্তু এখনো পর্যন্ত মহেন্দ্র সিং ধোনি ধোনি এই ব্যাপারে কিছু বলেননি। এখন ধোনির বায়োপিক বানানো পরিচালক নীরজ পান্ডে জানালেন কেনো এই ব্যাপারে এখনো পর্যন্ত ধোনির কাছ থেকে কোনো বয়ান আসেনি।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এখনো কেনো কথা বলেননি মহেন্দ্র সিং ধোনি
মুম্বাইতে অবস্থিত নিজের বাড়িতে ১৪ জুন বলিউডের উদীয়মান তারকা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছিলেন। সুশান্ত সেই অভিনেতা যিনি ভারতীয় দলের প্রাক্তন অভিনেতা আর উইকেটকিপার ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনির বায়োপিকে অভিনয় করেছিলেন। তাঁর মৃত্যুর পর সকলেই নিজের সমবেদনা প্রকাশ করছেন। কিন্তু ধোনি এখনো পর্যন্ত এটা নিয়ে কোনো রকম বয়ান দেননি। অন্যদিকে সমর্থকরা ধোনির বয়ানের দীর্ঘদিন ধরে অপেক্ষা রয়েছে। মানুষ ধোনির এই বিষয় নিয়ে নিরবতার উপর প্রশ্ন তুলছেন। যারপর এখন জনপ্রিয় পরিচালক আর ধোনি বায়োপিক তৈরি করা নীরজ পান্ডে তার শান্ত থাকার কারণ জানিয়েছেন। তিনি বলেন যে এই খবর শুনে তিনি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছেন। যে কারণে এখনো পর্যন্ত তিনি এই ব্যাপারে কিছু বলেননি।
মহেন্দ্র সিং ধোনির পরিবারের সঙ্গেও জুড়ে ছিলেন সুশান্ত সিং রাজপুত
যখন ফিল্মের প্রস্তুতি হওয়ার কথা ছিল,সেই সময় সুশান্ত সিং রাজপুত ধোনির অভ্যাসের উপর নজর রাখার জন্য তাঁর সঙ্গে অনেকটা সময় কাটিয়েছিলেন। প্রমোশনকেও মাথায় রাখলে প্রায় ১৮ মাস সময় তারা একসঙ্গে কাটিয়েছিলেন। এই সময় সুশান্ত না শুধু ধোনির সঙ্গে বরং তার মেয়ে জীবা আর স্ত্রী সাক্ষী ধোনির সঙ্গেও যোগাযোগ রেখেছিলেন। নীরজ পান্ডে জানিয়েছেন যে সেইদিন সন্ধ্যেয় আমি ওকে ফোন করে এই ব্যাপারে জানিয়েছিলাম। যে কারণে ওঁর পুরো পরিবার ভেঙে পড়েছে। সুশান্ত নিজেকে ভীষণই লাকি মনে করতেন যে তিনি মহেন্দ্র সিং ধোনির ভূমিকা পালন করেছিলেন। দীর্ঘ সময় একসঙ্গে কাটানোর কারণে ধোনি তাকে ভীষণই মিস করতে চলেছেন।
ধোনি নিজের ভাই মনে করতেন সুশান্তকে
ফিল্মের প্রমোশন চলাকালীন একসঙ্গে প্রত্যেকটা ইভেন্টে দেখা যাওয়া সুশান্ত সিং রাজপুতকে ধোনি নিজের ভাইয়ের মতো মনে করতেন। তাদের সম্পর্ক সেই সময় দেখা যেত। বেশকিছু ম্যাচও সুশান্ত সেই সময় দেখতে এসেছিলেন। এখন আশা রয়েছে যে দ্রুতই তারকা মহেন্দ্র সিং ধোনি সামনে এসে নিজের দুঃখ প্রকাশ করবেন। তবে সেই সময় পর্যন্ত তার সমর্থকদের অপেক্ষা করতে হবে।