নানা বিতর্কের পরে এবার বিরাট কোহলির ট্রেনিং নিয়ে বেশ বড়সড় মন্তব্য করে বসলেন সূর্যকুমার যাদব 1

এবারের আইপিএল এ আমরা একাধিক মুহুর্তের স্বাক্ষী থেকেছি, একাধিক বিতর্ক ছাড়াও স্মরণীয় কিছু মুহুর্ত আমরা দেখেছি এবারের আইপিএল এ। আর সেরকমই একটি মুহুর্ত ছিল বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদবের চোখে চোখ তুলে তাকানোর মুহুর্তটি। আর তারপর থেকে এই দুই ক্রিকেটারের মধ্যে একপ্রকার ঠান্ডা লড়াই বাধিয়ে দিয়েছেন নেটিজেনরা। আবার কয়েক দিন আগেই সেই আগুনে ঘি ঢেলে দিয়েছিলেন স্বয়ং সূর্য।

IPL 2019 | Suryakumar Yadav: Flexibility is key to my success | Sportzwiki |

টুইটারে এক নেটিজেন একটি ট্রোল পোস্ট করেছিলেন, যেখানে জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিকে স্রেফ পেপার ক্যাপ্টেন হিসেবে উল্লেখ করা হয়েছিল এবং আসল অধিনায়ক হিসেবে রোহিত শর্মাকে দাবি করা হয়েছিল। আর সেই টুইট লাইক দিয়ে বসেছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের এই তারকা ব্যাটসম্যান। সেই নিয়ে বিতর্ক চাড়া দিয়ে উঠেছিল যে, জাতীয় দলে সুযোগ না পাওয়ার জন্য এই সব করছেন সূর্য। পরে অবশ্য সেই টুইট থেকে নিজের লাইক সরিয়ে দিয়েছিলেন মুম্বইয়ের রঞ্জি দলের অধিনায়ক।

MI vs RCB: Suryakumar Yadav, Jasprit Bumrah Too Good For RCB As MI Close In  On Qualification | Cricket News

কিন্তু এবার বিরাট কোহলির প্রশংসায় মেতে ওঠেন সূর্যকুমার যাদব। এই মুহুর্তে অস্ট্রেলিয়ায় সিরিজ খেলতে গিয়েছে বিরাট কোহলির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। কোয়ারেন্টিন পর্ব সেরে এবার অনুশীলনে নামার পালা কোহলিদের। আর সেরকমই একটি ভিডিও নিজের টুইটারে পোস্ট করেছিলেন বিরাট। সিডনিতে নেট বোলারদের বিরুদ্ধে বিরাট বেশ সাবলীল ব্যাটিং করছিলেন ওপেন নেটে, আর সেই ভিডিও মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। কিন্তু সেই টুইটকে রিটুইট করে সূর্যকুমার যাদব বেশ প্রশংসাসূচক বার্তা লেখেন। বিরাটের অনুশীলনের ভিডিও নিয়ে টুইটে তিনি লিখেছেন, “শক্তি, আওয়াজ, মুখিয়ে আছি একাধিপত্য দেখার জন্য।” অর্থাৎ ব্যাটিংয়ে বিরাট কোহলি অনেকটাই সাবলীল, তা বুঝিয়েছেন সূর্যকুমার যাদব।

এই ঠান্ডা লড়াইয়ের শুরু হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে গ্রুপ লিগের দ্বিতীয় পর্যায়ের ম্যাচ দিয়ে। প্রেক্ষাপট ছিল এই, ম্যাচের আগে অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণা করা হয় আর সেখানে দুরন্ত ফর্মে থেকেও কোনও ফর্ম্যাটের দলে জায়গা পাননি সূর্যকুমার যাদব। এমন অবস্থায় ম্যাচ চলাকালীন ফিল্ডিং করার সময়ে সূর্যকুমার যাদবকে ক্রমাগত স্লেজ করে গিয়েছিলেন বিরাট কোহলি, আর সেই সময় দুর্দান্ত ব্যাটিং করছিলেন সূর্য। এক সময় দুই ক্রিকেটারের মধ্যে চোখাচুখি লেগে গিয়েছিল। শেষ অবধি দাঁড়িয়ে থেকে মুম্বই ইন্ডিয়ান্সকে ম্যাচ জিতিয়ে বিশেষ অঙ্গভঙ্গি করেছিলেন সূর্য, যা দেখিয়ে তিনি বুঝিয়েছিলেন, আমি এখনও আছি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *