হার্দিক-রাহুল নয় রোহির শর্মার পর এই প্লেয়ার হতে চলেছেন ভারতীয় দলের ক্যাপ্টেন !! 1

বর্তমানে ভারতীয় ক্রিকেটাররা (Team India) মেতেছে আইপিএলের গন্ধে। আসন্ন T20 বিশ্বকাপকে পাখির চোখ করতে টিম ইন্ডিয়ার প্লেয়াররা আইপিএলকে হাতিয়ার বানিয়েছে। আর এই T20 বিশ্বকাপ দলের স্কোয়াড খুব জলদি প্রকাশ্যে আসবে, টিম ইন্ডিয়ার বোর্ড কর্তারা ভারতীয় প্লেয়ারদের পর্যবেক্ষণ করছেন। এপ্রিলের শেষে কিংবা মে মাসের প্রথম সপ্তাহে প্রকাশিত হবে টিম ইন্ডিয়ার বিশ্বকাপ স্কোয়াড। ভারতীয় দলের এই স্কোয়াডকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা (Rohit Sharma)। অধিনায়ক হিসেবে হয়তো শেষবারের মতন সাদা বলের ক্রিকেটে দেখা যাবে রোহিত শর্মাকে। তবে রোহিতের পর ভারতীয় দলের ক্যাপ্টেনসি কে করবে সে বিষয়ে রয়েছে অনেক চর্চা।

আরও পড়ুন | “এদের থামানোর মুরোদ কারও….”, দিল্লির বিরুদ্ধে SRH-এর ধ্বংসাত্মক ব্যাটিং দেখে উদ্বেল হল নেটজনতা !!

হার্দিক-রাহুলকে করা হবে না ভারতীয় দলের ক্যাপ্টেন

Team india, kl rahul and hardik pandya
KL Rahul and Hardik Pandya | Image: Twitter

বর্তমানে ভারতীয় দলের ভাইস ক্যাপ্টেনের ভূমিকা পালন করছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। গত ১০ বছরের ইতিহাসে ভারতীয় দলের ভাইস ক্যাপ্টেনদের জাতীয় দলের ক্যাপ্টেন বানানো হয়েছে। ২০১৬ সালে ধোনি যখন ক্যাপ্টেনসি ছাড়েন তখন ভাইস ক্যাপ্টেন ছিলেন বিরাট কোহলি (Virat Kohli), ধোনির পর তার হাতেই তুলে দেওয়া হয়েছিল দলের দায়িত্ব। তারপর বিরাট ক্যাপ্টেন থাকাকালীন দলের ভাইস ক্যাপ্টেন ছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। বর্তমানে কোহলির পর টিম ইন্ডিয়ার দায়িত্ব সামলাচ্ছেন রোহিতই। আর বর্তমানে টিম ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেন হলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) তাই রোহিতের পর পান্ডিয়ার ক্যাপ্টেন হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। কিন্তু প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না (Suresh Raina) মানতে নারাজ।

শুভমান গিল নিতে চলেছেন টিম ইন্ডিয়ার দায়িত্ব

Shubman Gill, ind vs afg
Shubman Gill | Image: Getty Images

রায়না মনে করেন হার্দিক পান্ডিয়া বা কেএল রাহুলের মধ্যে প্রচুর প্রতিভা রয়েছে, তবে ভারতীয় দলকে (Team India) পরবর্তী সময়ে নেতৃত্ব দেবেন শুভমান গিল (Shubman Gill)। রায়না মন্তব্য করে বলেন, “রোহিত শর্মা একজন বড় মাপের ক্যাপ্টেন, বিশ্বকাপের ময়দানে উনি বুঝিয়ে গিয়েছেন কেন তিনি সেরা। রোহিতের পর একমাত্র প্লেয়ার যাকে আমি ভারতের ক্যাপ্টেন হিসাবে চাই তিনি হলেন শুভমান গিল।” গিল প্রতিভাবান ব্যাটসম্যানদের মধ্যে একজন, পাশাপাশি তিনি আইপিএলে গুজরাট টাইটান্স দলকে নেতৃত্ব দিচ্ছেন। চলতি সিজিনে ব্যাট হাতে আপাতত ২৬৩ রান বানিয়েছেন এবং তার অধীনে গুজরাট আপাতত ৭ ম্যাচে ৩জয় পেয়েছে।

আরও পড়ুন | Team India: আয় বাড়ছে রোহিত, বিরাটদের, টেস্ট ক্রিকেটারদের জন্য বিশেষ বোনাসের চিন্তাভাবনা বোর্ডের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *