[cwa id='h1']

JCC
পেশাদার ক্রিকেটার হতে চান?
এখানে রেজিস্টার করুন

*T&C Apply

বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় দল দুর্দান্ত প্রদর্শন করছে, কিন্তু বিরাট কোহলির নেতৃত্বে বেশ কিছু খেলোয়াড় এমনও রয়েছে যারা ভারতীয় দলে নিজেদের জায়গা বানাতে পারছেন না,আর এই খেলোয়াড়দের মধ্যে একজন হলেন সুরেশ রায়না। সুরেশ রায়না গত বেশ কিছু সময় ধরে অধিনায়ক কোহলির নেতৃত্বে নিজের জায়গা তৈরি করতে পারছেন না, কিন্তু এর মধ্যেই সুরেশ রায়না একটি বয়ান দিয়েছেন অধিনায়ক কোহলিকে নিয়ে।

বিরাট একজন ভালো অধিনায়ক হওয়ার সঙ্গে সঙ্গে দুর্দান্ত ব্যাটসম্যান
বিরাট কোহলির অধিনায়কত্বে সুরেশ রায়না পাচ্ছেন না দলে জায়গা, এখন রায়না কোহলিকে নিয়ে বললেন এই কথা 1
ভারতীয় দল থেকে বাইরে থাকা সুরেশ রায়না অধিনায়ক কোহলির প্রশংসা করে বলেন, “বিরাট কোহলি একজন দুর্দান্ত অধিনায়ক হওয়ার সঙ্গে সঙ্গে এক দুর্দান্ত খেলোয়াড়ও। সকলেই জানেন যে ও এখনো পর্যন্ত তিন ফর্ম্যাটেইকত রান করেছেন, কিন্তু কোহলির কথা বলতেই আমার মাথায় যে কথা আসে সেটা হল ওর কাছে প্রত্যেক পরিস্থিতিতে প্রদর্শন করার ক্ষমতা। ও প্রত্যেকবার একটা চাপের পরিস্থিতিতে এসে যেভাবে ব্যাট করে সেটা প্রশংসাযোগ্য। ও খোলা হাতে দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত থাকে আর চাপের পরিস্থিতি থেকে ভারতীয় দলকে বাইরে বের করেন”।

এমনটা থেকেছে সুরেশ রায়নার এখনো পর্যন্ত ক্রিকেট কেরিয়ার
বিরাট কোহলির অধিনায়কত্বে সুরেশ রায়না পাচ্ছেন না দলে জায়গা, এখন রায়না কোহলিকে নিয়ে বললেন এই কথা 2
সুরেশ রায়না ভারতীয় দলের হয়ে এখনো পর্যন্ত ২২৬টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। যেখানে তিনি ৩৫.৩১ গড়ে ৫৬১৫ রান করেছেন। অন্যদিকে তিনি নিজের টি-২০ আন্তর্জাতিক কেরিয়ারে ৭৮টি ম্যাচ খেলে ২৯.১৬ গড়ে ১৬০৪ রান করেছেন। তার টেস্ট কেরিয়ার খুব একটা ভালো নয় আর তিনি ভারতের হয়ে ১৮টি টেস্টে ২৬.৪৮ গড়ে ৭৬৮ রান করেছেন।

[cwa id='revcontent']
SHARE
কবি, সাংবাদিক এবং গদ্যকার। শচীন তেন্ডুলকর, ব্রায়ান লারার অন্ধ ভক্ত। ক্রিকেটের বাইরে ফুটবলে ব্রাজিলের সমর্থক। পছন্দের খেলোয়াড় নেইমার এবং লিওনেল মেসি। অ্যাডভেঞ্চারিস্ট।
[cwa id='moreat']