মুম্বইতে গ্রেফতার হওয়ার পর বিবৃতি পেশ সুরেশ রায়নার, নিয়মভঙ্গের কারণ হিসেবে দিলেন এই অজুহাত 1

ব্রিটেনে করোনার মিউটেশন বৃদ্ধির জেরে সতর্কতা হিসেবে মহারাষ্ট্রের প্রতিটি শহরে নাইট কার্ফু জারি করা হয়েছিল। কিন্তু গতকাল ভোররাতে মুম্বইয়ের ড্র্যাগনফ্লাই নাইটক্লাবে সেই কার্ফু ও করোনা প্রোটোকল না মেনে চলছিল দেদার পার্টি। কিন্তু সেই সময় মুম্বই পুলিশের হঠাত তল্লাশিতে গ্রেফতার হন একাধিক সেলিব্রিটি। আর এনাদের মধ্যে রয়েছেন বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার সুরেশ রায়না। যদিও জামিন পেয়ে ছাড়া পেয়েছেন রায়না।

COVID-19: Suresh Raina, Guru Randhawa, Sussanne Khan arrested after party  at Mumbai club | The News Minute

আর এই নিয়ে শোরগোল পড়ে যায় ক্রিকেট বিশ্বে। সকলের মনেই প্রশ্ন, প্রশাসনের এই নিয়ম না মেনে কেন এভাবে লেট নাইট পার্টিতে মেতে ছিলেন সুরেশ রায়না? নিজের ক্রিকেটীয় কেরিয়ারে কার্যত বিতর্কহীন ছিলেন উত্তরপ্রদেশের এই বাঁ হাতি ব্যাটসম্যান। আর তাই একাধিক সেলিব্রিটির সাথে রায়নার এমন সংযোগকে ঘিরে তৈরি হয়েছে একাধিক জল্পনা। কিন্তু এবার সমস্ত জল্পনা ভুলে নিজের তরফ থেকে বিবৃতি প্রকাশ করেছেন সুরেশ রায়না।

Suresh Raina, Guru Randhawa, Sussanne Khan arrested in Mumbai

সুরেশ রায়নার নিজস্ব ম্যানেজমেন্ট টিম একটি বিবৃতি প্রকাশ করে যেখানে তারা জানায় যে কেন এত রাত অবধি কোভিড প্রোটোকল না মেনে পার্টি করছিলেন সুরেশ রায়না। সেই বিবৃতিতে রায়নার ম্যানেজমেন্ট টিম ক্ষমাও চান এই নিয়মভঙ্গের জন্য। কারণ হিসেবে তারা জানিয়েছে, শুটিংয়ের কারণে দীর্ঘ রাত অবধি কাজ হয়েছে এবং নাইট কার্ফু নিয়ে অবগত ছিলেন না।

Suresh Raina arrested at a Mumbai club, released on bail - Telegraph India

এই নিয়ে তারা বিবৃতিতে লিখেছে, “সুরেশ রায়না মুম্বইতে একটি শুটের জন্য ছিলেন যা অনেক রাত অবধি চলে এবং দিল্লির বিমানে ওঠার আগে এক বন্ধুর তরফ থেকে ডিনারের জন্য আমন্ত্রণ পান। তিনি এই রাজ্যের কোভিড প্রোটোকল এবং কার্ফুর সময়ের বিষয়ে অবগত ছিলেন না। যখন তিনি জানতে পারেন, তিনি সঙ্গে সঙ্গে প্রশাসনের তরফ থেকে সমস্ত প্রক্রিয়া পালন করেছেন এবং এমন দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আপশোষ করছেন। উনি সর্বদাই সরকার ও প্রশাসনের নিয়ম মেনে চলেন এবং ভবিষ্যতেও একইভাবে নিয়ম পালন করে চলবেন।”

BREAKING: Suresh Raina announces retirement from International cricket  minutes after MS Dhoni bid adieu

ইতিমধ্যে নাইটক্লাব থেকে গ্রেফতার হওয়া ৩৪ জনের বিরুদ্ধে আইপিসির ১৮৮ ধারায় কেস ধার্য করেছে মুম্বই পুলিস। সুরেশ রায়না ছাড়াও গ্রেফতার হয়েছেন জনপ্রিয় র‍্যাপার গুরু রন্ধাওয়া এবং হৃত্বিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *