ইতিমধ্যেই ব্রিসবেনে চতুর্থ টেস্টে চালকের আসনে রয়েছে অস্ট্রেলিয়া। অনভিজ্ঞ ভারতীয় বোলারদের পিটিয়ে ৩৬৯ রান তুলেছে অস্ট্রেলিয়া। আর এর জেরে ভারতীয় ব্যাটসম্যানদের কাছে বড় চ্যালেঞ্জ হবে অস্ট্রেলিয়ার এই বধ্যভূমিতে এই বড় রান ডিফেন্ড করা। অজিঙ্ক রাহানের নেতৃত্বে টিম ইন্ডিয়ার তারকা খচিত ব্যাটিং লাইন আপ বড় রান করবে, এমনটাই আশা করছেন অনেকে।
Try and type out the sound Rishabh Pant makes here.#AUSvIND pic.twitter.com/FscjiTVFKx
— Wisden India (@WisdenIndia) January 15, 2021
আর এই আশা নিয়েই শুরু থেকে বেশ ভালো ব্যাটিং করছিলেন ভারতীয় দলের তারকা ওপেনার রোহিত শর্মা। বেশ সাবলীল ভঙ্গিতে লাগছিল তাঁকে। ছয়টি বাউন্ডারি মেরে নিজের অর্ধশতরানের দিকে এগোচ্ছিলেন হিটম্যান। কিন্তু নাথান লিয়ঁর বলে অত্যন্ত জঘন্য আউট হন রোহিত শর্মা। মোটামুটি সেট হয়ে গিয়েছিলেন রোহিত, এমন সময় ১৯ তম ওভারের পঞ্চম বলে অস্ট্রেলিয়ার তারকা অফ স্পিনার নাথান লিয়ঁকে মারতে গিয়ে ক্যাচ দিয়ে বসেন রোহিত।
Wouldn't you love to see more of these today, 🇮🇳 fans? #AUSvIND pic.twitter.com/CqPv3U0wY1
— ESPNcricinfo (@ESPNcricinfo) January 16, 2021
আর এমন আউট হতে দেখায় স্বাভাবিকভাবেই হতাশ ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। বিরাট কোহলির অবর্তমানে রোহিত শর্মার দিকেই তাকিয়ে ছিলেন সকলে। কিন্তু যেভাবে সেট হওয়ার পরেই বাজে শট খেলে আউট হচ্ছেন ভারতীয় দলের হিটম্যান, সেই নিয়ে প্রবল ক্ষোভে ভুগছেন ক্রিকেটপ্রেমীরা। আর এদিন রোহিত শর্মার এমন আউট নিয়ে বেশ ক্ষোভের সুরে মন্তব্য করে বসলেন ভারতের কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাস্কার।
ধারাভাষ্য দেওয়ার সময় অস্ট্রেলিয়ার একটি চ্যানেলে তিনি রোহিত শর্মার প্রতি ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানিয়েছেন, এই ধরণের দায়িত্বজ্ঞানহীনের মত শট খেলা একেবারেই উচিত হয়নি রোহিতের। পাশাপাশি একজন সিনিয়র ও অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে কিভাবে এরকম শট খেলে আউট হয়েছেন রোহিত, সে নিয়েও প্রশ্ন তুলেছেন ক্রিকেটের লিটল মাস্টার।
এই নিয়ে সুনীল গাভাস্কার বলেছেন, “কেন? কেন? কেন? এটি একটি অবিশ্বাস্য শট। এটি একটি দায়িত্বজ্ঞানহীন শট। ডিপ স্কোয়ার লেগে একটি ফিল্ডার রয়েছে। দুটি ডেলিভারি আগে আপনি একটি বাউন্ডারি মেরেছেন, তাহলে কেন এরকম শট খেললেন? আপনি একজন সিনিয়র খেলোয়াড়, এই বিষয়ে কোনও অজুহাত দেওয়া যায় না। একটি অযাচিত উইকেট, একটি অযাচিত উইকেট দিয়ে আসলেন। একেবারে অপ্রত্যাশিত।”
এই মুহুর্তে বৃষ্টির জন্য থমকে গিয়েছে ব্রিসবেনে চতুর্থ টেস্টের দ্বিতীয় দিন। এখনও অবধি ভারতের স্কোর ৬২/২। ব্যাট করছিলেন চেতেশ্বর পুজারা ৮ (৪৯) এবং অজিঙ্ক রাহানে ২ (১৯)।