বিরাট কোহলির অনুপস্থিতিতে চার নম্বরে এই তারকাকে খেলানোর দাবি তুললেন সুনীল গাভাস্কার 1

অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের পর দেশে ফিরে যাবেন বিরাট কোহলি, আর এই খবরটা নিয়ে বেশ চিন্তিত ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। দেশে নিজের সন্তানসম্ভবা স্ত্রীয়ের পাশে থাকার জন্য সিরিজের শেষ তিনটি টেস্ট খেলবেন না ভারতীয় অধিনায়ক। আর এর ফলে জল্পনা তুঙ্গে, বিরাট কোহলির পরিবর্তে ভারতীয় ব্যাটিং অর্ডারে চার নম্বরে কে নামবেন?

বিরাট কোহলির অনুপস্থিতিতে চার নম্বরে এই তারকাকে খেলানোর দাবি তুললেন সুনীল গাভাস্কার 2

সাধারণত টেস্ট ক্রিকেটে চার নম্বর একটি গুরুত্বপূর্ণ জায়গা। পুরোনো বলের বিরুদ্ধে রিভার্স সুইং সামলাতে হয় এই পজিশনের ব্যাটসম্যানকে। এবং এই পজিশনের ব্যাটসম্যানের রান অনেকটাই গুরুত্বপূর্ণ হয় ইনিংসের জন্য। গত কয়েক বছর ধরে ভারতীয় টেস্ট দলে চার নম্বরে সাবলীল ভঙ্গিতে ব্যাট করেছেন বিরাট কোহলি। কিন্তু এবার, অস্ট্রেলিয়ার মত কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে কে খেলবেন বিরাট কোহলির সেই বিরাট শূন্য পদে? এই নিয়ে আলোচনা তুঙ্গে।

বিরাট কোহলির অনুপস্থিতিতে চার নম্বরে এই তারকাকে খেলানোর দাবি তুললেন সুনীল গাভাস্কার 3

এবার এই নিয়ে বিশেষ মতামত দিয়েছেন সুনীল গাভাস্কার। বিরাট কোহলির পরিবর্তে ভারতীয় ব্যাটিং অর্ডারের চার নম্বরে তিনি চাইছেন অজিঙ্ক রাহানেকে। নিয়ম অনুযায়ী, বিরাটের অনুপস্থিতিতে জাতীয় দলকে নেতৃত্ব দেবেন সহ অধিনায়ক অজিঙ্ক রাহানে। আর শুধু অধিনায়কত্বই নয়, বিরাটের ব্যাটিং অর্ডারের দায়িত্বও রাহানের উপরেই বর্তাতে চাইছেন কিংবদন্তী এই ভারতীয় ওপেনার। সাধারণত, ভারতীয় টেস্ট দলে পাঁচ নম্বরে ব্যাট করেন রাহানে।

বিরাট কোহলির অনুপস্থিতিতে চার নম্বরে এই তারকাকে খেলানোর দাবি তুললেন সুনীল গাভাস্কার 4

ভারত বনাম অস্ট্রেলিয়ার অফিসিয়াল ব্রডকাস্টার চ্যানেল সেভেন এর একটি আলোচনা সভার সঞ্চালনা করছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং। সেই সময় তিনি গাভাস্কারের উদ্দেশ্যে প্রশ্ন তুলেছিলেন, “প্রথম টেস্টে অবশ্যই বিরাট কোহলি রয়েছেন কিন্তু তারপর আমরা আশা করছি যে অজিঙ্ক রাহানে দায়িত্ব নেবেন। কিন্তু ভারতকে এমন কাউকে খুঁজতে হবে যিনি চার নম্বরে ব্যাট করতে পারবেন। আপনার কাকে মনে হয় যে এই চার নম্বর পজিশনটি নেবেন?” 

বিরাট কোহলির অনুপস্থিতিতে চার নম্বরে এই তারকাকে খেলানোর দাবি তুললেন সুনীল গাভাস্কার 5

আর এর জবাবে শুরুতে কে এল রাহুলের নাম নিলেও পরে উত্তর পালটে অজিঙ্ক রাহানের নাম নেন সুনীল গাভাস্কার। তিনি বলেছেন, “আমার মনে হয় কে এল রাহুল হবে। অথবা, আমার যদি মনে হয় তাহলে রাহানে চার নম্বরে যাবেন যখন বিরাট চলে যাবেন।” তাহলে অজিঙ্ক রাহানের পজিশন অর্থাৎ পাঁচ নম্বরে কে নামবেন? এই প্রশ্নের জবাবে গাভাস্কার দুই তারকা ক্রিকেটার কে এল রাহুল ও শুভমন গিলের নাম নেন। তিনি বলেছেন, “এর ফলে আপনি কে এল রাহুল কিংবা শুভমন গিলকে পাঁচ নম্বরে দেখতে পারেন।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *