এই বিষয়টি হলেই বিশ্বকাপ জিতবে ভারত মনে করছেন সুনীল গাভাস্কার ! 1
Sunil Gavaskar feels India will win the World Cup!

চলতি বিশ্বকাপে একের পর এক রেকর্ড ভেঙেই চলেছে রোহিত শর্মা।দুরন্ত ফর্মে আছেন ” হিটম‍্যান ” ।এবারের বিশ্বকাপে প্রায় প্রতিটি দলের বিরুদ্ধে মূর্তিমান বিভীষিকা হয়ে দাড়িয়েছেন ভারতের এই তারকা ওপেনার ব‍্যাটসম‍্যান।আগামী দুই ম‍্যাচে যদি এমন দুরন্ত ফর্মে পাওয়া যায় হিটম‍্যান কে, তাহলেই বিশ্বকাপ জিতবে ভারত এমনটাই মনে করছেন কিংবদন্তি ভারতীয় ব‍্যাটসম‍্যান সুনীল গাভাস্কার।

এবারের বিশ্বকাপের শুরু থেকেই দুরন্ত এক ফর্মে আছেন রোহিত শর্মা।ইতিমধ্যে আট ইনিংসে করে ফেলেছেন ৫ টি শতরান।ভাঙছেন একের পর এক রেকর্ড। ইতিমধ্যে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেছে ভারত,সেমিফাইনালে বিরাটরা মুখোমুখি হতে চলেছে নিউজিল্যান্ডের বিপক্ষে।

এই বিষয়টি হলেই বিশ্বকাপ জিতবে ভারত মনে করছেন সুনীল গাভাস্কার ! 2

এমন দুরন্ত ফর্মে থাকার দরূন ইতিমধ্যে রেকর্ড বুকে শচীনের পাশে বসেছেন রোহিত।দ্বিতীয় ভারতীয় ব‍্যাটসম‍্যান হিসেবে বিশ্বকাপে ৬০০ রানের লক্ষ‍্যমাত্রা পেরোলেন এই ভারতীয় ব‍্যাটসম‍্যান‌।আজ তার কাছে সুযোগ রয়েছে শচীন কে টপকে যাওয়ার।আর মাত্র ২৭ রান ক‍রতে পারলেই বিশ্বকাপের সবচেয়ে সফল ব‍্যাটসম‍্যান হিসেবে নিজের নাম লেখানোর সুযোগ রয়েছে রোহিতের কাছে।

রোহিতের এমন দু্রন্ত ফর্ম দেখে মোহিত হয়েছেন সুনীল গাভাস্কার।” হিটম‍্যান ” এর প্রতিটি ইনিংস অবিশ্বাস্য ঠেকেছে তার কাছে।ভারতের এই বিস্ফোরক ব‍্যাটসম‍্যানের ওপেন করতে নেমে এমন ইনিংস খেলায় পরবর্তী সময়ে কোহলি সহ অন‍্যান‍্য ব‍্যাটসম‍্যানদের কাছে কাজটা সহজ করে দিয়েছে এইদিন।তাই আগামী দুই ম‍্যাচে যদি এমন ফর্ম বজায় রাখে তাহলে ভারত বিশ্বকাপ জিততেই পারে।

এই বিষয়টি হলেই বিশ্বকাপ জিতবে ভারত মনে করছেন সুনীল গাভাস্কার ! 3

প্রসঙ্গত, এবারের বিশ্বকাপে শুরু থেকেই দুরন্ত ছন্দে আছে ভারত।গত ৫ ই জুন সাউথ আফ্রিকাকে হারিয়ে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করেছিল বিরাটরা।এরপর একের পর এক ম‍্যাচ জিতে শীর্ষে থেকেই বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেছে তারা।ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যে থেকেই আগামী ১৪ ই জুলাই আমরা পেতে চলেছি এবারের বিশ্বকাপের সম্ভাব্য বিজয়ী দলকে।প্রসঙ্গত, নয় ম‍্যাচে ১৫ পয়েন্ট নিয়ে এবারের লিগ টেবিলের শীর্ষে থেকে সেমিফাইনালে পৌছেছে ভারত।এর পরবর্তী তালিকাটি যথাক্রমে এরকম, অস্ট্রেলিয়া ( ১৪), ইংল্যান্ড (১২) এবং নিউজিল্যান্ড (১১)।

আগামী ৯ ই জুলাই ,মঙ্গলবার ম‍্যান্চেষ্টারের প্রথম সেমিফাইনাল খেলতে নামছে ভারত – নিউজিল্যান্ড।অন‍্যদিকে ১১ ই জুলাই , বৃহস্পতিবার এজবাস্টনে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে অস্ট্রেলিয়া – ইংল্যান্ড।দুই ম‍্যাচের জয়ী দল আগামী ১৪ ই রোববার লর্ডসে মুখোমুখি হতে চলেছে মেগাফাইনাল ম‍্যাচে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *