শ্রীসন্থের কাছে স্বস্তির খবর। আগামী সেপটেম্বর ২০২০ তে তার উপর থেকে উঠতে চলেছে নিষেধাজ্ঞা। সম্প্রতি বিসিসিআই এর তরফে এমনটাই জানানো হয়েছে। ২০১৩ সালে স্পট ফিক্সিং এ অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে আজীবন নির্বাসিত করা হয়েছিল শ্রীসন্থকে। রাজস্থান রয়্যালসের হয়ে খেলাকালীন স্পট ফিক্সিং এর মতো গুরুতর অভিযোগ উঠেছিলো তার এবং আরও দুই রাজস্থান রয়্যালস ক্রিকেটার অজিত চান্ডিলা এবং অঙ্কিত চাবানের উপর। এক্ষেত্রে দোষী সাব্যস্ত দুই ক্রিকেটারের পাশাপাশি চান্ডিলা এবং ধবনের উপরেও জারি হয়েছিল নিষেধাজ্ঞা। যদিও মার্চ মাসে সুপ্রিম কোর্টের তরফে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল শ্রীসন্থের উপর থেকে।
সম্প্রতি বিসিসিআই এর তরফে পাশ করা একটি অর্ডার পাস করানো হয়েছিলো যেখানে বলা হয় ২০২০ এর সেপটেম্বর মাসে শ্রীসন্থের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে, এরপর ফের ক্রিকেট খেলতে পারবেন তিনি। এ বিষয়ে ডি কে জইন এর বক্তব্য,” এতদিন আমি দেখে আসছি শ্রীসন্থের বিষয়টি। যাতে ও কোনও রকম বিসিসিআই এর সাথে জড়িত কোনও রকম ক্রিকেট সম্বন্ধীয় কাজের সাথে জড়াতে না পারেন।সাত বছর এমন নিষেধাজ্ঞা জারি হয় ২০১৩ এর সেপটেম্বরের ১৩ তারিখ থেকে। যা আগামী বছর তুলে দেওয়া হতে চলেছে “।
সাত বছরের নিষেধাজ্ঞা সময়ের মধ্যে ইতিমধ্যে ছয় বছর পূরণ করেছেন তিনি। আর মাত্র একবছর প্রয়োজন তার নিষেধাজ্ঞার সময়সীমা পূরণের জন্য। ২০০৫ সালে অক্টোবর মাসে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় শ্রীসন্থের।এখনও অবধি খেলেছেন ২৭ টি টেস্ট, ৫৩ টি একদিবসীয় ম্যাচ এবং ১০ টি টোয়েন্টি।আন্তর্জাতিক ক্রিকেটে তার নেওয়া উইকেট সংখ্যা ১৬৯।( ৮৭ টেস্ট,৭৫ ওয়ানডে এবং ৭ টি টোয়েন্টি )।২০০৭ এর টি টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ এর বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি।
কেরালার এই ক্রিকেটার খেলেছেন ৭৩ টি টেস্ট ম্যাচ, ৮৬ টি লিস্ট ” এ ” ম্যাচ এবং ৬০ টি টোয়েন্টি ম্যাচ।প্রথম শ্রেণীর ক্রিকেটে তার নেওয়া উইকেট সংখ্যা ২১১ উইকেট, ১১১ টি লিস্ট ” এ ” উইকেট এবং ৫০ টি টোয়েন্টি উইকেট। আইপিএলে এখনো অবধি তিনটি দলের হয়ে খেলতে দেখা গেছে তাকে। খেলেছেন কিংস ইলেভেন পান্জাব, কোচি টাস্কার্স কেরেলা এবং রাজস্থান রয়্যালস দলের হয়ে।৪০ টি আইপিএল ম্যাচ খেলে তার নেওয়া উইকেট সংখ্যা ৪৪ । ক্রিকেট কেরিয়ারের বিভিন্ন সময় একাধিক বার সমস্যায় পড়তে দেখা গেছে এই ভারতীয় ক্রিকেটারকে মূলত তার মাথা গরমের জন্য।
ক্রিকেট থেকে নির্বাসনের পর একাধিক ক্ষেত্রে নিজের ভাগ্য অন্বেষণের চেষ্টা চালিয়েছেন শ্রীসন্থ।তালিকায় আছে অভিনয় এবং রিয়্যালিটি শো।এমনকি ২০১৬ তে কেরেলা থেকে বিজেপি থেকে ভোটে দাড়িয়েছিলেন তিনি।যদিও এক্ষেত্রে তিনি মুখোমুখি হয়েছিলেন শোচনীয় হারের।