টাইমস অফ ইন্ডিয়ায় সৌরভ গাঙ্গুলীর একটি বয়ান ছাপা হয়েছিল। যেখানে তিনি বলেছিলেন যে তিনি অস্ট্রেলিয়ায় হতে চলা টি-২০ বিশ্বকাপ নিয়ে ভারতের অধিনায়ক বিরাট কোহলি আর কোচ রবি শাস্ত্রীর সঙ্গে আলোচনা করবে। যদিও এখন এই বয়ান মিথ্যে প্রমানিত হয়েছে। স্বয়ং এই বয়ানের সত্যতা সৌরভ গাঙ্গুলী নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে পোষ্ট করেছেন।
সৌরভ গাঙ্গুলীর এই বয়ান ছাপা হয়েছিল
এই রিপোর্টের অনুসারে সৌরভ গাঙ্গুলী বলেছিলেন, “যদি চেজ করা হয় তো টি-২০ ক্রিকেটে ভীষণ ভালো ফল করছে। প্রথমে ব্যাটিং করার সময়তেও আমাদের এমনই করার প্রয়োজন রয়েছে। আমার কাছে কিছু ভাবনা আছে, যা আমি বিরাট, রবি আর টিম ম্যানেজমেন্টের সঙ্গে শেয়ার করব। আমরা বিশ্বকাপের জন্য নিজেদের সম্পূর্ণভাবে প্রস্তুত করছি। আমরা গত বছর অস্ট্রেলিয়ায় ভালো প্রদর্শন করেছিলাম। আমাদের কাছে নিউজিল্যাণ্ড আর তারপর অস্ট্রেলিয়ায় ভালো প্রদর্শন করার জন্য দল রয়েছে। আমাদের উদ্দেশ্য বিশ্বের সর্বশ্রেষ্ঠ টেস্ট দল হয়ে থাকা”।
সৌরভ গাঙ্গুলী বললেন ফেক নিউজ
সৌরভ গাঙ্গুলী টাইমস অফ ইন্ডিয়ায় ছাপা রিপোর্টকে মিথ্যে বলেছেন। তিনি স্বয়ং নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে এই খবরকে ফেক বলে পুষ্টি করেছেন। তিনি নিজের টুইটার হ্যান্ডেলে এই রিপোর্টকে পোষ্ট করে লিখেছেন যে আমি এমন কোনো বয়ান দিইনি। সেই সঙ্গে তিনি এমন হুঁশিয়ারিও দিয়েছেন যে আগে আমার না বলা কোনো বয়ান পাবলিশ করবেন না। যদিও এমনটা প্রথমবার নয় যখন কোনো সেলিব্রেটির বয়ান ভুল ছাপা হল। এর আগে মিচেল জনসন আর কুলদীপ যাদবের বয়ানও এসেছিল যারপর স্বয়ং জনসন আর কুলদীপ তাকে মিথ্যে বলেছিলেন।
Have some thoughts for T20 World Cup, will discuss with Kohli and Shastri: Ganguly – Times of India https://t.co/NsZmrpzaHT via @timesofindia. Read this on the net .. this is not my quote today .. please clarify with me before print in the future
— Sourav Ganguly (@SGanguly99) 5 December 2019