লেজেন্ডেদের হেয় করায় শাস্ত্রীকে কড়া কথা শোনালেন দাদা 1

কুম্বলে জমানার পর শাস্ত্রী জমানার দ্বিতীয় ইনিংসে প্রথম ধাপটা বেশ ভালই সামলাচ্ছে বিরাটের ভারত। গল টেস্ট দাপটে জিতেছে। চার দিনের ম্য়াচ পাঁচ দিনেই শেষ। ১-০তে সিরিজে এগিয়ে থেকে কলম্বোতে সিরিজের দ্বিতীয় টেস্টেও চালকের আসনে ভারতীয় ক্রিকেট দল। সবকিছু ঠিকঠাক চললে এই টেস্ট ম্য়াচটাও সময়ের আগে শেষ হয়ে যাবে।  ২০১৫ সালে বিরাটের নেতৃত্বেরই যেন পুনরাবৃত্তি হচ্ছে। সেবারও শ্রীলঙ্কার মাটিতে দাঁড়িয়ে তেরঙা উড়িয়ে এসেছিল ভারতীয় দল। ১৯৯৩ সালের পর ওটাই ছিল প্রতিবেশী দ্বীপ রাষ্ট্রের মাটিতে ভারতের কোনও টেস্ট সিরিজ জয়। ওই সময় ভারতীয় দলের টিম ডিরেক্টর ছিলেন রবি শাস্ত্রী। আর এখন তিনি বিরাটদের হেড কোচ।

লেজেন্ডেদের হেয় করায় শাস্ত্রীকে কড়া কথা শোনালেন দাদা 2 লেজেন্ডেদের হেয় করায় শাস্ত্রীকে কড়া কথা শোনালেন দাদা 3 লেজেন্ডেদের হেয় করায় শাস্ত্রীকে কড়া কথা শোনালেন দাদা 4

টেস্টের আসরে বিরাটের ভারতের বিজয়রথ এগিয়ে চলা আর বর্তমান টিম নিয়ে কদিন আগে হেড কোচ শাস্ত্রী বেশ প্রশংসা করে বলেন, এই দলের সদস্য়রা একে অপরের সঙ্গে দুবছর কাটিয়ে ফেলেছে। ফলে বোঝাপড়াটা ভাল সবার মধ্য়ে। দলটা এখন অভিজ্ঞ। এখান পর্যন্ত তো ঠিকই ছিল। কিন্তু, এরপর যা বলেছেন শাস্ত্রী, তা ভারতীয় ক্রিকেটের গত প্রজন্মের লেজেন্ডদেরকে হেয় করার সমান। শাস্ত্রীর বক্তব্য়,

গত কুড়ি বছরে অনেক বড়বড় নাম খেলেছেন। শ্রীলঙ্কা সফরে দলের সঙ্গে তাঁরা বহুবার এসেছিলেন। একটাও সিরিজ জেতাতে পারেননি কেউ। (বর্তমান) এই টিমটা এমন সব উপমা তৈরি করতে সমর্থ, যা আগের দলগুলি কখনও করে দেখাতে পারেনি।

লেজেন্ডেদের হেয় করায় শাস্ত্রীকে কড়া কথা শোনালেন দাদা 5

লেজেন্ডেদের হেয় করায় শাস্ত্রীকে কড়া কথা শোনালেন দাদা 6
সৌরভ গাঙ্গুলি

লেজেন্ডেদের হেয় করায় শাস্ত্রীকে কড়া কথা শোনালেন দাদা 7

বিসিসিআইয়ের যে ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি শাস্ত্রীকে নিয়োগ করেছে, সেই কমিটির অন্য়তম সদস্য প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। শ্রীলঙ্কা সিরিজের আগে কোচ নিয়োগ নিয়ে বেশ জলঘোলা হয়েছিল। তাঁর কেন্দ্রে ছিলেন  দাদা। কি বলতে চান তিনি শাস্ত্রীর এই মন্তব্য় প্রসঙ্গে। প্রথমে শান্তভাবে বলেন, সত্য়ি কথা বলতে, এনিয়ে আমার বিশেয কিছু বলার নেই। ওঁর জন্য শুভেচ্ছা রইল। ২০১৯ পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করি, বিশ্বকাপ এনে দেখাবেন। নিজের দায়িত্বটা ঠিকমতো পালন করবেন।

লেজেন্ডেদের হেয় করায় শাস্ত্রীকে কড়া কথা শোনালেন দাদা 8

ক্রিকেটার হিসবে রবি শাস্ত্রী পরিচিত নাম হলেও, তাঁকে কখনই লেজেন্ড বলা যাবে না ভারতীয় ক্রিকেটের। তার মুখে এমন মন্তব্য়, বেমানান। শেষ পর্যন্ত সৌরভ মুখ খুলেই ফেলেন। চেপে কথা বলা কোনওদিন তার স্বভাবের সঙ্গী ছিল না আর এখনও নেই। বুঝিয়ে দিলেন তুলনা টেনে কোনও প্রজন্মের দলকে ছোটো করতে নেই।

লেজেন্ডেদের হেয় করায় শাস্ত্রীকে কড়া কথা শোনালেন দাদা 9

আপনারা ওই পাকিস্তান সিরিজটার কথা ভুলে যাচ্ছেন। ওখানে ১৫ বছর পর সিরিজ জিতেছিলাম আমরা। ২০০৭-এ ইংল্য়ান্ডে সিরিজ জয়টাও। আমি তুলনা করব না। ওঁর জন্য় শুভেচ্ছা রইল। ভারতীয় দল ভাল খেলুক এটাই চাই। আশা করি, আগামী দিনে শাস্ত্রী ভাল কাজ করে দেখাবেন।

লেজেন্ডেদের হেয় করায় শাস্ত্রীকে কড়া কথা শোনালেন দাদা 10

তবে, বিরাট কোহলি প্রসঙ্গে সৌরভ বেশ উচ্ছ্বসিত, অধিনায়ক হিসেবে বিরাট অনেক পরিণত হয়েছে। ওর মধ্য়ে ভাল অধিনায়ক হওয়ার রসদ রয়েছে। ওর মধ্য়ে খিদে রয়েছে। ব্য়াটসম্য়ান হিসেবে বিরাট চমকপ্রদ। সোফাতে চুপচাপ বসে টিভিতে ওর খেলা দেখতে আমার দারুন লাগে। বিরাটের মধ্য়ে সেই ব্য়াপারটা আছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *