হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজার ম্যাচ উইনিং পার্টনারশিপ নিয়ে প্রশংসায় ভরিয়ে দিলেন সৌরভ গাঙ্গুলি 1

গতকাল ক্যানবেরার মানুকা ওভালে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৩ রানে হারিয়ে হোয়াটওয়াশ বাঁচায় টিম ইন্ডিয়া। যদিও জয়ের রাস্তাটা বেশ কঠিন ছিল বিরাট কোহলির ভারতের জন্য, প্রথম ইনিংসে ব্যাট করার সময় ব্যাটিং ব্যর্থতার সম্মুখীন হয়েছিল ভারতের তারকাখচিত ব্যাটিং। ৩২ ওভারে ১৫২/৫ স্কোরে টলমল করছিল ভারতীয় ইনিংস। মনে হয়েছিল, আবারও অস্ট্রেলিয়ার কাছে হারতে চলেছে টিম ইন্ডিয়া।

India vs Australia 3rd ODI Highlights: India beats Australia by 13 runs to  win final ODI - Sportstar - Sportstar

কিন্তু এরপর ষষ্ঠ উইকেটে দুই তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজা দুর্ধর্ষ একটি পার্টনারশিপ গড়ে তোলেন। এক সময় মনে হয়েছিল, ২৬০ থেকে ২৭০ রান অবধিই করতে পারবে ভারতীয় দল। কিন্তু শেষ পাঁচ ওভারে দুর্ধর্ষ ব্যাটিং করেন এই দুই তারকা ক্রিকেটার। ১৫০ রানের অপরাজিত পার্টনারশিপের জেরে ১৫২/৫ থেকে ৩০২/৫ এ পৌঁছে গিয়েছিল টিম ইন্ডিয়া, যা দ্বিতীয় ইনিংসের জন্য বড় আত্মবিশ্বাস এনে দিয়েছিল।

Hardik Pandya, Ravindra Jadeja put up highest 6th wicket ODI partnership in  Australia | Sports News,The Indian Express

মাত্র ৭৬ বলে দুরন্ত অপরাজিত ৯২ রানের ইনিংস খেলেন হার্দিক পান্ডিয়া, আর অন্যদিকে ৫০ বলে ৬৬ রানের ইনিংস খেলে হার্দিককে যোগ্য সঙ্গত দেন রবীন্দ্র জাদেজা। আর এই দুর্ধর্ষ পার্টনারশিপের জেরেই ভারত ম্যাচে ফিরে আসে এবং শেষ অবধি ম্যাচ জিতে নেয়। আর তাদের এই পার্টনারশিপ নিয়ে বিশ্ব ক্রিকেটে প্রশংসার বন্যা বইয়ে গিয়েছে। অনেকেই প্রশংসা করছেন, যেভাবে দায়িত্বের সাথে এই দুই ক্রিকেটার নিজেদের ইনিংস গড়েছেন, তা সত্যিই দেখার মত।

3rd ODI: Hardik Pandya, Ravindra Jadeja Can Be "Huge Assets" To India In  The Long Run, Says Sourav Ganguly | Cricket News

আর এবার রবীন্দ্র জাদেজা ও হার্দিক পান্ডিয়াকে প্রশংসায় ভরিয়ে দিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। ভারতের অন্যতম সেরা এই অধিনায়ক জানিয়েছেন যে আগামী দিনে রবীন্দ্র জাদেজা এবং হার্দিক পান্ডিয়া ভারতীয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাসেট হবেন। পাশাপাশি ভারতের প্রাক্তন এই বাঁ হাতি ব্যাটসম্যান আশা রাখছেন যে ওয়ানডে সিরিজের হার ভুলে পরবর্তী সিরিজগুলিতে ভালো ফল করবে টিম ইন্ডিয়া।

হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজার ম্যাচ উইনিং পার্টনারশিপ নিয়ে প্রশংসায় ভরিয়ে দিলেন সৌরভ গাঙ্গুলি 2

নিজের টুইটারে এই নিয়ে সৌরভ গাঙ্গুলি লিখেছেন, “সিরিজ হার সত্ত্বেও এই ম্যাচে দুর্দান্ত জয় ভারতের জন্য। আশা করি এই জয়ের ফলে পরিস্থিতি কিছুটা বদলাবে কারণ এটি একটি লম্বা সফর। দীর্ঘ মেয়াদি পথে রবীন্দ্র জাদেজা এবং হার্দিক পান্ডিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছেন, কারণ তারা একাধিক পজিশনে খেলতে সক্ষম।” 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *