সুপ্রিম কোর্টের তরফে বিসিসিআইয়ের নতুন সংবিধানের উপর মঞ্জুরী দিয়ে দেওয়া হয়েছে। এতে লোধা কমিটির সুপারিশকেও চালু করার সিদ্ধান্ত শুনিয়ে দিয়েছিল। এরপর এখন বিসিসিআইয়ের নতুন সংবিধানকে রেজিস্টার করার জন্য চার সপ্তাহের সময় দেওয়া হয়েছে। এর মধ্যেই সৌরভ গাঙ্গুলীকে নিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে নতুন খবর সামনে আসছে।
বোর্ড প্রেসিডেন্ট হতে পারেন দাদা
এর মধ্যেই খবর আসছে যে প্রাক্তন ভারতীয় অধিনায়ক এবং ওপেনার সৌরভ গাঙ্গুলীকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নতুন প্রেসিডেন্ট বানানো হতে পারে। নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী লাগাতার তিবার বাংলার ক্রিকেট অ্যাসোসিয়েসনের প্রেসিডেন্ট থাকা দাদাকে এখন বিসিসিআইয়ের দায়িত্বও নিতে হতে পারে। দাদার কাছে আগে থেকেই বিসিসিআইয়ের বেশ কিছু দায়িত্ব রয়েছে। তিনি টেকনিক্যাল কমিটি, ক্রিকেট পরামর্শদাতা সমিতি এবং আইপিল গভর্নিং কাউন্সিলের সদস্য হিসেবে আছেন।
নিজের ছবি শোধরাতে চায় বোর্ড
গত বেশ কিছু বছর ধরে প্রশাসনিক বিতর্কের কারণে বিসিসিআইয়ের ছবি বেশ খারাপই হয়েছে। প্রথমে অনুরাগ ঠাকুরকে কোর্ট প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দিয়েছিল। এই বিতর্কের কারণেই বোর্ডের ছবি আরও নীচে নামে। এই কারণেই সৌরভকে বোর্ড প্রেসিডেন্ট করার কথা বলা হচ্ছে। দাদার ছবি সবসময়ই পরিস্কার ছিল। এই অবস্থায় তাকে যদি বোর্ড প্রেসিডেন্ট বানানো হয় তাহলে মানুষের কাছে পজিটিভ ম্যাসেজ পৌঁছবে।
দুর্দান্ত ছিল দাদার কেরিয়ার
৪৬ বছর বয়েসী প্রাক্তণ ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়কের তালিকায় গুনতি করা হয়। তিনি ম্যাচ ফিক্সিংয়ের পর এলোমেলো হয়ে যাওয়া ভারতীয় দলকে সামলে দলকে জিততে শিখিয়েছেন। তার অধিনায়কত্বেই ভারতীয় দল বিদেশে গিয়ে জিততে শিখেছে। সেই সঙ্গেও ব্যাট হাতেও সৌরভ প্রমান করেছেন যে ক্রিকেটের দাদা তাকে কেন বলা হয়। আন্তর্জাতিক ক্রিকেটে তার ব্যাট থেকে প্রায় ১৮ হাজার রান বেরিয়েছে। যদি তিনি বোর্ড প্রেসিডেন্ট হন তাহলে ভারতীয় ক্রিকেটের জন্য এর থেকে ভাল আর কিছু হতে পারে না।