এই অপরাধের জন্য হাইকোর্টের তরফ থেকে নোটিস পেলেন বিরাট কোহলি ও সৌরভ গাঙ্গুলী 1

এই মুহুর্তে সংযুক্ত আরব আমিরশাহীতে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। গত কয়েক সপ্তাহ ধরে নিজ তদারকিতে টুর্নামেন্টের ম্যাচগুলি দেখছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী, যদিও বর্তমানে তিনি দেশে ফিরে গিয়েছেন। এদিকে গতকাল হেরেও আইপিএল এর প্লে অফসে উঠেছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এসবেরই মাঝে এবার বড়সড় সমস্যার সম্মুখীন হলেন তারা।

Sourav Ganguly had amazing leadership qualities, Virat Kohli is very  passionate: Venkatesh Prasad | Cricket News - Times of India

মঙ্গলবার মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চের তরফ থেকে অনলাইন এক স্পোর্টস ফ্যান্টাসি অ্যাপের অ্যাড দেওয়ার জন্য বেশ কিছু সেলিব্রিটিকে নোটিস জারি করা হয়েছে। আর সেই সেলিব্রিটিদের তালিকায় নাম রয়েছে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী এবং জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির নাম। এছাড়া নোটিস পৌঁছেছে অভিনেতা প্রকাশ রাজ, তামান্না, রানা ও সুদীপ খানের কাছে।

Virat Kohli upgraded version of Sourav Ganguly, will score 62 ODI hundreds:  Sehwag

কিন্তু কি নিয়ে প্রকৃতপক্ষে এই নোটিস জারি হল? সম্প্রতি তামিলনাড়ুতে এক ব্যক্তি প্রচুর টাকা লাগিয়েছিলেন একাধিক স্পোর্টস ফ্যান্টাসি অ্যাপে, কিন্তু সবকটিতে হেরে গিয়ে প্রচুর টাকার ক্ষতি গোনেন তিনি। শোকে মুহ্যমান হয়ে দিশেহারা হয়ে শেষ পর্যন্ত আত্মহননের পথ বেছে নেন তিনি। এই দুর্ঘটনার জেরেই বিশিষ্ট আইনজীবী মহম্মদ রিজভি মামলা করেন মাদ্রাজ হাইকোর্টে। আর সেই মামলার জন্য নোটিস পাঠানো হয়ে এই তারকাদের, যার মধ্যে রয়েছেন সৌরভ গাঙ্গুলী এবং বিরাট কোহলি।

Royal Challengers Bangalore Hilariously Trolled Rajasthan Royals Over Their  Logo - Beyond The Posts

আইপিএল চলাকালীন বিজ্ঞাপন বিরতিতে দেখা গিয়েছে, দুটি ভিন্ন স্পোর্টস ফ্যান্টাসি অ্যাপের হয়ে বিজ্ঞাপন করেন বিরাট কোহলি এবং সৌরভ গাঙ্গুলী। বলা বাহুল্য, এই স্পোর্টস ফ্যান্টাসি অ্যাপগুলি নির্দিষ্ট একটি আইপিএল ফ্র্যাঞ্চাইজির স্পনসরও বটে। যদিও বিরাট কোহলির কাছে এই ধরণের নোটিস আসা নতুন নয়। এর আগেও মাদ্রাজ হাইকোর্টে এই সংক্রান্ত মামলায় নোটিস পান জাতীয় দলের অধিনায়ক।

Cricket: Ganguly played catalyst, Kohli has taken Team India to another  level says Lloyd

কিন্তু বিষয় হচ্ছে, এই মুহুর্তে না হয় সৌরভ গাঙ্গুলী দেশে রয়েছেন, কিন্তু বিরাট কোহলি আগামী কয়েক মাসের জন্য ফিরবেন না দেশে। আইপিএল শেষ হওয়ার পরেই দুবাই থেকে সরাসরি বিমান ধরে চলে যাবেন অস্ট্রেলিয়ায়। সুতরাং এই নোটিসের জন্য কি তাকে আবার দেশে ফিরে আসতে হবে? সে বিষয়ে জল্পনা ক্রমশ বাড়ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *