খুব শীঘ্রই স্মিথ, কোহলির সাথে একই আসনে বসতে চলেছে বাবর, এমনটাই মনে করেন এই তারকা 1

এইমুহূর্তে বিশ্ববন্দিত কয়েকজন ব‍্যাটসম‍্যান হলেন বিরাট কোহলি, স্টিভ স্মিথ, জো রুট, কেন উইলিয়ামসন।খুব শীঘ্রই এদের সাথে একই আসনে বসতে চলেছে বাবর আজম, এমনটাই মনে করেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। বছর ২৪ এর বাবর এইমুহূর্তে দুরন্ত ফর্মে রয়েছেন।ধারাবাহিক ভাবে দারুণ খেলতে দেখা যাচ্ছে তাকে।দেশের হয় এখনো অবধি ২১ টেস্ট, ৭২ ওডিআই এবং ৩০ টি টি টোয়েন্টি ম‍্যাচ খেলেছিলেন তিনি।করেছেন যথাক্রমে ১,২৩৫ ,৩,২১৩,এবং ১,২৪৭ রান।টেস্ট গড় – ৩৫.২৮, ওয়ানডে গড় – ৫৩.৫৫ এবং টি টোয়েন্টি গড় – ৫৪.২১ ।

sarfaraz ahmed

এইমুহূর্তে নম্বর ১ টি টোয়েন্টি ব‍্যাটসম‍্যান তিনি, এছাড়াও একদিবসীয় ক্রিকেটে তৃতীয় এবং টেস্টে ১৬ নম্বর তালিকায় আছেন।এইমুহূর্তে দেশের ওয়ানডে এবং টি টোয়েন্টি দলের ভাইস – ক‍্যাপ্টেন এর পদে আছেন।

২০১৯ এর বিশ্বকাপে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন বাবর।ডান- হাতি এই ব‍্যাটসম‍্যান গোটা টুর্নামেন্টে ৬৭.৭১ গড়ে করেছিলেন ৪৭৪ রান।টুর্নামেন্ট দুরন্ত ধারাবাহিকতা দেখা গেছিলো এই তরুণ প্রতিভাবান ব‍্যাটসম‍্যানের।বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আট নম্বর স্থানে শেষ করেছিলেন এই পাক ক্রিকেটার।

খুব শীঘ্রই স্মিথ, কোহলির সাথে একই আসনে বসতে চলেছে বাবর, এমনটাই মনে করেন এই তারকা 2

সম্প্রতি বাবরের এই দুরন্ত ধারাবাহিকতা দেখে তার দারুণ প্রশংসা করলেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ।তার বক্তব্য, ” যে ভাবে ক্রমশ নিজেকে উন্নত করে তুলছে বাবর তাতে খুব শীঘ্রই স্মিথ,কোহলিদের সাথে পাল্লা দেবে।ইতিমধ্যে ওদের সাথে একই ক্রমতালিকায় আছে।এই ফর্ম ধরে রাখলে আগামী দিনের ক্রিকেটে অন‍্যতম আলোচনার বিষয় হয়ে উঠবে ও । ”

বিশ্বকাপের হতাশজনক পারফরম্যান্সের রেশ ঝেড়ে ইতিমধ্যে ফের ক্রিকেটে অংশগ্রহণ করতে চলেছে পাক ক্রিকেট দল।দেশের মাটিতে আয়োজন করতে চলেছে শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ।খেলবে তিনটে ওয়ানডে এবং তিনটে টি টোয়েন্টি।গোটা সিরিজে পাক দলকে নেতৃত্ব দেবেন সরফরাজ আহমেদ, সহ অধিনায়ক বাবর আজম।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *